শুরুতেই সংসদ অচল হওয়ার সম্ভাবনা
সংসদের অধিবেশ শুরুর সময়ই খারাপ সময় শুরু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের। টুজি কাণ্ডে যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট ও কয়লা দুর্নীতিতে সিবিআইয়ের তদন্তে কেন্দ্রীয় আইনমন্ত্রীর নাম জরানোর ইস্যুতে সংসদ আচল করার হুমকি দিয়েছে বিরোধীরা। অর্থাৎ বাজেট অধিবেশনের দ্বিতীয় দফায় বিরোধী শিবিরে ঘেরাও হওয়ার সম্ভাবনা বেশ টের পাচ্ছে কংগ্রেস নেতৃত্ব।
সংসদের অধিবেশ শুরুর সময়ই খারাপ সময় শুরু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের। টুজি কাণ্ডে যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট ও কয়লা দুর্নীতিতে সিবিআইয়ের তদন্তে কেন্দ্রীয় আইনমন্ত্রীর নাম জরানোর ইস্যুতে সংসদ আচল করার হুমকি দিয়েছে বিরোধীরা। অর্থাৎ বাজেট অধিবেশনের দ্বিতীয় দফায় বিরোধী শিবিরে ঘেরাও হওয়ার সম্ভাবনা বেশ টের পাচ্ছে কংগ্রেস নেতৃত্ব।
যদিও সরকার পক্ষের চেষ্টা এবারের অধিবেশকে সর্বত সফল করা। প্রধান বিরোধীদল বিজেপির সম্মতিতে জমি অধিগ্রহণ বিল পাশ করিয়ে নেওয়াই কংগ্রেসের কাছে লাখ টাকার চ্যালেঞ্জ। সেক্ষেত্রে সংবাদমাধ্যে সরকারে নতুন দুর্নীতি ফাঁস তাতে বাধ সাধতে পারে বলে মত রাজনৈতিক মহলের।
যৌথ সংসদীয় কটির এই রিপোর্টে অশুখি বামেরাও। এই ইস্যুতে তারাও সরকারকে এক হাত নিতে প্রস্তুত। যদিও বিভিন্ন ইস্যুতে সরকারকে ঘিরতে বিরোধী শিবিরে কোনও বৌঠক বা সহমত হয়নি, সেক্ষেত্রে তাদের আলাদা করে মানিয়ে নিতে মরিয়া কংগ্রেস।
জেপিসির রিপোর্টে টুজি স্পেকট্রাম কাণ্ডে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ক্লিনচিট দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন বিজেপি সভাপতি রাজনাথ সিং।