স্বাধীনতার পর প্রথমবার শ্রীনগরের লালচকের প্রেস এনক্লেভে উড়ল তেরঙা
২০১৯ সালে অগাস্টে জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার।
নিজস্ব প্রতিবেদন: স্বাধীনতার পর শ্রীনগরের লালচকের প্রেস এনক্লেভে (Press Enclave) প্রথম উড়ল জাতীয় পচাকা। বুধবার লাল রঙের এই বহুতলে এই দৃশ্যই দেখা গেল।
কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং তোমর ঐতিহাসিক ছবিটি টুইট করেছেন এই ছবি। তিনি লিখেছেন, 'স্বাধীনতার পর প্রথমবার লালচকের প্রেস এনক্লেভে (Press Enclave) উত্তোলিত হল জাতীয় পতাকা।'
Tri-colour hosted over Press Enclave at Lal Chowk #Srinagar, for the first time since independence. pic.twitter.com/N6STmu59wd
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) April 7, 2021
স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) উপরাজ্যপালের অনুমতি নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দিন কয়েক আগে শ্রীনগরের এসকেআইএমএস সৌরায় নামে হাসপাতালে উড়েছিল তেরঙা। মার্চে সব স্কুলগুলির উদ্দেশে নির্দেশিকা জারি করে জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) প্রশাসন। স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়, সাইনবোর্ডে থাকতে হবে তেরঙা। ৩০ এপ্রিল পর্যন্ত দেওয়া হয়েছে সময়সীমা। এক আধিকারিকের কথায়,'গত ফেব্রুয়ারিতে শুরু হয় এই উদ্যোগ। ইতিমধ্যে তা চালুও হয়ে গিয়েছে বহু স্কুলে।'
২০১৯ সালে অগাস্টে জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি গোটা রাজ্যকে দু'ভাগে ভাগ হয়। জম্মু-কাশ্মীর থেকে বিচ্ছিন্ন করা হয় লাদাখকে। মোদী সরকারের এই পদক্ষেপের পর থেকে জম্মু-কাশ্মীরে মোতায়েন রয়েছে বিপুল বাহিনী। শ্রীনগরের লালচকের মতো জায়গায় জাতীয় পতাকার দেখা মিলছে, এই ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মত অনেকের।
আরও পড়ুন- FACT CHECK: লোকসানের জেরে OYO কি দেউলিয়া?