ত্রিপুরায় পুরভোট পিছনোর আর্জি, বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে TMC

আদালত অবমাননার অভিযোগে মামলা

Updated By: Nov 23, 2021, 01:11 PM IST
ত্রিপুরায় পুরভোট পিছনোর আর্জি, বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে TMC

নিজস্ব প্রতিবেদন: পুরভোটের আগে উত্তপ্ত ত্রিপুরা (Tripura)। বিজেপির (BJP) বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস (TMC)। বিপ্লব দেব (Biplab Deb) সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ঘাসফুল শিবির। শীর্ষ আদালতে পুরভোট পিছনোর আর্জি। নির্দেশ অমান্য করে হামলা চলছে বলে গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ।

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে মঙ্গলবার মামলার শুনানি শুরু হয়। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রথমে সমস্ত হামলার তালিকা পেশ করেন আইনজীবী জয়দীপ গুপ্তা। ত্রিপুরা সরকারের হয়ে দাঁড়ান আইনজীবী মহেশ জেটমালানি। শুনানিতে বিচারপতি ত্রিপুরা সরকারের কাছে কয়েকটি বিষয় জানতে চান। নির্বাচনের দিন, গণনার দিন এবং গোটা নির্বাচন প্রক্রিয়ায় নিরাপত্তার কী ব্যবস্থা করা হয়েছে, তা জানতে চান তিনি। নিরাপত্তার দায়িত্ব কার উপর রয়েছে, কত আধা সেনা এসেছে, আধা সেনার মোতায়েন কেমন হয়েছে, সংবেদনশীল এলাকা কী কী রয়েছে। সমস্ত বিষয়ে ত্রিপুরা সরকারের কাছে জানতে চান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।   

তৃণমূলের আইনজীবী জানান, আদালতই নির্দেশ দিয়েছিল ত্রিপুরা সরকারকে সুষ্ঠু ভাবে নির্বাচন পরিচালনা করতে হবে। বিরোধীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রচারে নিরাপত্তা দিতে হবে। ঘাসফুল শিবিরের অভিযোগ, আদালতের নির্দেশ পরেও বিরোধীদের উপর আক্রমণ হয়েছে। সায়নী ঘোষের উপর আক্রমণ হয়েছে। সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে। কেবল অভিযোগ করাই নয়, তৃণমূলের তরফে প্রতিটা ঘটনার সমর্থনে ভিডিও এবং ছবিও আদালতে পেশ করা হয়। 

এরপরই ত্রিপুরায় ভোট পিছনোর দাবি করেন তৃণমূলের আইনজীবী। তাঁর দাবি, এই পরিস্থিতিতে ত্রিপুরায় ভোটের পরিবেশ নেই। এর বিরোধিতা করেন ত্রিপুরা সরকারের আইনজীবী মহেশ জেটমালানি। তিনি পাল্টা দাবি করেন, সরকারের তরফে অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে। কয়েকটি ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া যায়নি কারণ, সেগুলো খুবই ছোট ঘটনা। আদালত সূত্রে খবর, যদিও ত্রিপুরা সরকারের দাবিতে খুশি হননি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এরপরই তিনি রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট সরকারকে জানাতে বলেন। 

অন্যদিকে, আগরতলা পৌরনিগমের ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাতে। অভিযোগের তির বিজেপি নেতা রঞ্জিত মজুমদারের দিকে।

আরও পড়ুন: Kirti Azad: তৃণমূলে যোগ কংগ্রেসের কীর্তি আজাদের? দিল্লিতে জল্পনা তুঙ্গে

আরও পড়ুন: দিল্লিতে প্রথম দিনে আলো নিভল বাড়ির, ৪৫ মিনিট অন্ধকারে কাটালেন Mamata

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.