মুসলিম দম্পতিকে 'জয় শ্রী রাম' বলতে বাধ্য করায় ২ যুবককে পিটিয়ে পুলিসের হাতে তুলে দিল জনতা

এরই মধ্যে ঘটনাস্থলে চলে আসেন স্থানীয়রা। ২ দুষ্কৃতীকে ধরে ফেলেন তাঁরা। শুরু হয় গণধোলাই। কিছুক্ষণ পিটিয়ে পুলিসে খবর দেন তাঁরা। পুলিস এসে ২ অভিযুক্তকে গ্রেফতার করে। 

Updated By: Oct 10, 2019, 07:12 PM IST
মুসলিম দম্পতিকে 'জয় শ্রী রাম' বলতে বাধ্য করায় ২ যুবককে পিটিয়ে পুলিসের হাতে তুলে দিল জনতা

নিজস্ব প্রতিবেদন: মুসলিম দম্পতিকে নির্জন জায়গায় পেয়ে 'জয় শ্রী রাম' স্লোগান দিতে বাধ্য করায় ২ যুবককে পিটিয়ে পুলিসের হাতে তুলে দিল জনতা। রাজস্থানের আলোয়ারে ভনেশ ভরদ্বাজ ও সুরেন্দ্র মোহন ভাটিয়া নামে ওই দুই যুবক গ্রেফতার হয়েছে। তাঁদের বিরুদ্ধে হরিয়ানার এক মুসলিম দম্পতিকে জোর করে 'জয় শ্রী রাম' বলতে বাধ্য করার অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে শ্লীলতাহানিরও। 

পুলিস জানিয়েছে, গত শনিবার রাত ১১.৩০ মিনিট নাগাদ রাজস্থানের আলোয়ারে নির্জন জায়গা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন হরিয়ানার বাসিন্দা ওই মুসলিম দম্পতি। তখন সেখান থেকে মোটরসাইকেলে করে যাচ্ছিল ভনেশ ও সুরেন্দ্র মোহন। মুসলিম দম্পতিকে নির্জন জায়গায় পেয়ে উত্যক্ত করতে শুরু করে তারা। জয় শ্রী রাম বলতে হবে বলে শুরু হয় শাসানি। এসবের মধ্যেই  মহিলার শ্লীলতাহানি করে অভিযুক্তরা। 

অষ্টমীতে প্রথম দেখা, ৪ ঘণ্টার মধ্যেই দুর্গামণ্ডপে বিয়ে সারল শ্রীরামপুরের যুগল!

এরই মধ্যে ঘটনাস্থলে চলে আসেন স্থানীয়রা। ২ দুষ্কৃতীকে ধরে ফেলেন তাঁরা। শুরু হয় গণধোলাই। কিছুক্ষণ পিটিয়ে পুলিসে খবর দেন তাঁরা। পুলিস এসে ২ অভিযুক্তকে গ্রেফতার করে। 

তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে আঘাত, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। 

 

Tags:
.