কাশ্মীরের বাদগামে সেনার গুলিতে হত দুই সাধারণ নাগরিক
কাশ্মীরে বাদগামে ভারতীয় সেনার গুলিতে প্রাণ হারালেন দু'জন সাধারণ নাগরিক। আহত হয়েছেন আরও বেশ কিছু জন। সোমবার রাতে কেন্দ্রীয় সরকার এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে ঘোষণা করেছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। যথাযথ শাস্তি পাবে দোষীরা।
শ্রীনগর: কাশ্মীরে বাদগামে ভারতীয় সেনার গুলিতে প্রাণ হারালেন দু'জন সাধারণ নাগরিক। আহত হয়েছেন আরও বেশ কিছু জন। সোমবার রাতে কেন্দ্রীয় সরকার এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে ঘোষণা করেছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। যথাযথ শাস্তি পাবে দোষীরা।
প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি টুইট করে স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছেন।
The Budgam incident in the Kashmir Valley is highly regrettable. A fair enquiry will be held and action taken against those found guilty.
— Arun Jaitley (@arunjaitley) November 3, 2014
সেনার তরফ থেকে দাবি করা হয়েছে কিছু ব্যক্তি বাদগাম জেলার চেক পয়েন্টে গাড়ি 'না' থামানোর জন্যই তারা 'বাধ্য' হয়ে গুলি চালিয়েছে। এক সেনা আধিকারিক জানিয়েছেন ওই অঞ্চলে জঙ্গিদের কার্যকলাপের আগাম খবর মেলায় সেনা অতিরিক্ত সতর্কতা জারি করেছিল। দু'টো চেকপয়েন্টে সেনার আদেশ অগ্রাহ্য করে গাড়ি না থামানোর পড়েই গুলি চালানো হয় বলে তিনি দাবি করেছেন।
যদিও সেনার তরফ থেকেও এই প্রাণহানির জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।