Bridge Collapsed: জোরে বাতাস দিতেই ভেঙে পড়ল নির্মীয়মান ব্রিজ, বরাতজোরে বাঁচল বরযাত্রী দল
Bridge Collapsed: ওই একটি নির্মাণ সংস্থা সম্প্রতি ভেমুলাওড়ায় একটি ব্রিজ তৈরি করেছিল। সেটি ২০২১ সালে প্রবল বৃষ্টিতে ভেসে যায়
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজব বললে কম বলা হয়। সোমবার রাতে তেলঙ্গানার পাড্ডাপাল্লিতে ভেঙে পড়ল একটি নির্মীয়মান ব্রিজ। এদিন রাত পৌনে দশটা নাগাদ ভেঙে পড়ে দুটি পিলারের মধ্যেকার ১০০ ফুট অংশ। রাতের দিকে হাওয়া দিতেই ভূপাতিত ব্রিজের অংশ। স্থানীয়দের ধারনা ব্রিজের বাকী অংশও যে কোনও সময় ভেঙে পড়তে পারে।
আরও পড়ুন-এক ধাক্কায় চাকরিহারা প্রায় ২৬ হাজার, আগামিকালই বড় পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশনের
স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যমে বলেন, ব্রিজের অংশটি ভেঙে পড়ার মিনিট খানেক আগেই ব্রিজের নীচে দিয়ে পার হয়ে যায় ৬৫ জনের একটি বরযাত্রী দল। ওই গাড়ির উপরে ওই ব্রিজের কংক্রিট ভেঙে পড়লে বড় বিপদ হতে পারত।
প্রায় ১ কিলোমিটার লম্বা ওই ব্রিজটি তৈরি হচ্ছিল মানায়ার নদীর উপরে। ব্রিজটি উদ্বোধন করেছিলেন তেলঙ্গানা বিধানসভার স্পিকার এস মধুসুদন চারী। ৪৯ কোটি টাকা নতুন করে বরাদ্দও হয়। তার পরে সেতুর এই হাল।
ব্রিজের কাজ ১ বছরে শেষ হওয়ার কথা। এটির কাজ শেষ হয়ে গেলে এলাকার মান্থানি, পারাকাল ও জামিকুন্তা শহরের মধ্যে সহজে যোগাযোগ স্থতাপন হতে পারত। কিন্তু তা আগেই এই বিপত্তি। জানা যাচ্ছে যাচ্ছে ব্রিজটি শেষ করেনি নির্মাণকারী সংস্থা। কারণ তাকে টাকা দেওয়া বন্ধ করে দেয় সরকার। ওই একটি নির্মাণ সংস্থা সম্প্রতি ভেমুলাওড়ায় একটি ব্রিজ তৈরি করেছিল। সেটি ২০২১ সালে প্রবল বৃষ্টিতে ভেসে যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)