Union Budget 2022: বাজেটে আমজনতার জন্য কী ঘোষণা নির্মলার, জেনে নিন ১২ পয়েন্টে
২০২৫ সালের মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার। ২০২২-২৩ সালের মধ্যে দেশে ৫জি পরিষেবা চালু হবে
নিজস্ব প্রতিবেদন: এবার বাজেটে করকাঠামো, শিল্প, স্বাস্থ্যে তেমন কোনও বড় ঘোষণা নেই। সাধারণ মানুষের হাতে টাকা আসবে কীভাবে তারও তেমন কোনও দিশা নেই। এনিয়ে সমালোচনায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী। তবে দেখে নিন এবার বাজেট গুরুত্বপূর্ণ কী ঘোষণা করলেন নির্মলা সীতারমন।
## আয়কর কাঠামোয় বদল নেই। তবে আয়করে ছাড় দেওয়া হয়েছে বিশেষভাবে সক্ষম ও পেনশনভোগীদের।
## ডিজিটাল সম্পত্তি লেনদেনে ৩০ শতাংশ আয়কর।
## জাতীয় পেনশন প্রকল্পে করছাড় বেড়ে হল ১৪ শতাংশ।
## ১০ লাখ লাখ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ঋণের সুবিধে।
## ডিজিটাল মূদ্রা চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক।
## ন্যূনতম সহায়কমূল্যে চাষিদের কাছ থেকে ফসল কেনায় বরাদ্দ বৃদ্ধি। সহায়ক মূল্যের জন্য দেওয়া হবে ৭ লাখ কোটি টাকা।
## ২০২৫ সালের মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার। ২০২২-২৩ সালের মধ্যে দেশে ৫জি পরিষেবা চালু হবে।
## দেড়লাখ পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করা হবে। ফলে পোস্ট অফিসে মিলবে এটিএম, অনলাইন ব্য়াঙ্কিং ও নেট ব্য়াঙ্কিং পরিষেবা।
## দেশের ৭৫ জেলায় ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট খোলা হবে।
আরও পড়ুন-এবারের বাজেটে কী কী সস্তা হল, কোনটা হল দামী? জেনে নিন
## বাজারে ছাড়া হবে এলআইসি-র শেয়ার।
## আগামী ৩ বছরের ৪০০ নিউ জেনারেশন বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে। ২০০০ কিলোমিটার নতুন রেলপথ তৈরি হবে।
## পরিবহণে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ। ব্যাটরিচালিত যানে জোর।
## প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লাখ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা।