উপরাষ্ট্রপতি ভোট নিয়ে আজ বৈঠকে ইউপিএ, থাকছেন মুকুল

শরিকি সংঘাতের আবহের মধ্যেই আজ প্রধানমন্ত্রীর বাসভবনে ইউপিএ-র বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন মুকুল রায়। বৈঠকের পর উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে কংগ্রেস হামিদ আনসারির নাম ঘোষণা করতে চলেছে বলে খবর। যদিও, বর্তমান উপ-রাষ্ট্রপতির পুনর্মনোনয়ন নিয়ে আপত্তি রয়েছে তৃণমূল নেত্রীর।

Updated By: Jul 14, 2012, 02:16 PM IST

কংগ্রেস-তৃণমূলের সংঘাতের মধ্যেই আজ প্রধানমন্ত্রীর বাসভবনে ইউপিএ-র বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন মুকুল রায়। বৈঠকের পর উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে কংগ্রেস হামিদ আনসারির নাম ঘোষণা করতে চলেছে বলে খবর। যদিও, বর্তমান উপ-রাষ্ট্রপতিকে আরও একবার দায়িত্ব দেওয়ার পক্ষপাতী নন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, নেত্রীর নির্দেশে আজ বিকেলের ইউপিএ-র বৈঠকে মুকুল রায়, উপ-রাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণ গান্ধী ও কৃষ্ণা বসুর নাম প্রস্তাব করবেন।
এ বিষয়ে তৃণমূলের রণকৌশল হল, কংগ্রেস হামিদ আনসারির নাম তুললে মুকুল রায় বলবেন, তিনি কলকাতায় ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানাবেন। তারপরই, উপ-রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে তৃণমূল তার সিদ্ধান্ত ঘোষণা করবে। উপ-রাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণ গান্ধীকে কংগ্রেস সমর্থন করলে রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করতে পারে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমঝোতার শেষ অস্ত্র হিসাবে আজ ইউপিএ-র বৈঠকে এই সমাধান সূত্রও দিতে পারেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।
বুধবার প্রধানমন্ত্রী মনমোহন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে উপরাষ্ট্রপতি সম্পর্কে তাঁর মতামত জানতে চেয়েছিলেন। উপরাষ্ট্রপতি পদে হামিদ আনসারিকে রেখে দেওয়ার ব্যাপারেই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। তবে এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আপত্তি আগেই স্পষ্ট করেছিলেন।

শোনা যাচ্ছে, গত বছর রাজ্যসভায় লোকপাল বিল বিতর্ক নিয়ে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে আনসারির ভূমিকা নাকি মমতা বন্দোপাধ্যায়ের মনঃপূত হয়নি। সেই কারণেই উপরাষ্ট্রপতির পদে হামিদ আনসরির বিরোধিতা করছেন তৃণমূল নেত্রী।
এদিন দুপুরে দিল্লিতে মিডিয়ার মুখোমুখি হয়ে অবশ্য সরাসরি উপরাষ্ট্রপতি পদে তৃণমূলের পছন্দ সম্পর্কে কিছু বলেননি মুকুল রায়। পাশাপাশি রাইসিনা হিলের দৌড়ে প্রণব মুখার্জিকে সমর্থনের বিষয়টি কার্যত নস্যাত্‍ করে তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে অনেক আগেই স্পষ্ট অবস্থান নিয়েছে তৃণমূল। অন্যদিকে, কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা সলমন খুরশিদ জানান আজকের বৈঠকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা করবে ইউপিএ নেতৃত্ব।

.