নিজের সার্ভিস রিভলবার থেকে মাথায় গুলি করে আত্মঘাতী আইপিএস অফিসার

পুলিস আবাসনে নিজের বাসভাবন থেকেই এই আইপিএস অফিসারের দেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

Updated By: Aug 14, 2019, 11:59 AM IST
নিজের সার্ভিস রিভলবার থেকে মাথায় গুলি করে আত্মঘাতী আইপিএস অফিসার
—প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: নিজের সার্ভিস রিভলবার থেকে মাথায় গুলি করে আত্মঘাতী হলেন ফরিদাবাদ পুলিসের ডেপুটি কমিশনার বিক্রম কাপুর। ফরিদাবাদের সেক্টর ৩০-এ পুলিস আবাসনে নিজের বাসভাবন থেকেই এই আইপিএস অফিসারের দেহটি উদ্ধার করা হয়েছে। পুলিস সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে।

বিক্রম কাপুর হরিয়ানার কুরুক্ষেত্র জেলার বাসিন্দা। এক বছর আগেই পদোন্নতির ফলে ফরিদাবাদ পুলিসের ডেপুটি কমিশনারের দায়িত্ব পান ৫৮ বছর বয়সী এই আইপিএস অফিসার। ২০২০ সালের ৩১ অক্টোবরেই তাঁর অবসর নেওয়ার কথা ছিল। তার আগেই কেন এমন একটা সিদ্ধান্ত নিতে হল বিক্রম কাপুরকে, তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে।

আরও পড়ুন: উন্নাওকাণ্ডে নির্যাতিতার বাবাকে হত্যায় কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে চার্জ গঠন হল আদালতে

তাঁর সহকর্মীদের কথায়, বিগত কয়েক দিন ধরেই কোনও কারণে অবসাদে ভুগছিলেন তিনি। তবে তাঁর আত্মঘাতী হওয়ার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিস আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

.