‘মন্ত্রীদের বাপ আমি; এই সরকার গড়েছি আমরা’, দেখুন মন্ত্রিত্বের জন্য বিধায়কের হুমকি
কংগ্রেস যদি চায় রাজ্যে সরকারকে শক্তিশালী করবে তাহলে কমলনাথের উচিত সবাইকে তুষ্ট করা
নিজস্ব প্রতিবেদন: সোজাসুজি মুখ্যমন্ত্রী কমলনাথকেই মন্ত্রিত্বের জন্য হুমকি বসপা বিধায়কের। প্রকাশ্যে হুমকি, ‘এই সরকার গড়েছি আমরা। মন্ত্রীদের বাপ আমি।‘
মন্ত্রিত্ব না দিলে মধ্যপ্রদেশে কর্ণাটকের মতো পরিস্থিতি হবে। আগেই হুমকি দিয়েছিলেন বহুজন সমাজ পার্টির বিধায়ক রামবাই সিং। শুক্রবার ফের প্রকাশ্যে কমলনাথ মন্ত্রিসভার মুণ্ডপাত করলেন তিনি।
#WATCH BSP MLA from Patharia (MP), Ramabai Singh who had demanded a ministerial berth earlier: Hum ban jaye (Minister) to achha kaam karenge, nahi baney to bhi sahi kaam karenge....... Hum mantriyo ke baap hain, humne hi sarkar banayi hai. (25-1-19) #MadhyaPradesh pic.twitter.com/eJaSIHFEbV
— ANI (@ANI) January 25, 2019
আরও পড়ুন-ভারতরত্ন নানাজি দেশমুখ বদলে দিয়েছিলেন আরএসএসের বিচারধারা
তাঁর মন্ত্রিত্ব নিয়েই রাজ্যে বিতর্ক রয়েছে। শুক্রবার দামোতে এক সভায় সেই প্রসঙ্গ টেনে আনেন রামবাই। বলেন, ‘মন্ত্রি হলে ভালো কাজ করব। না হলেও করব। আমরা হলাম মন্ত্রিদেরও বাপ। সরকার বানিয়েছি আমরাই।‘
প্রসঙ্গত, রামবাই সিং ও সঞ্জীব সিংই রাজ্যের ২ বসপা বিধায়ক। এরা দুজনই সমর্থন করেছেন কমলনাথকে। সমর্থন দেওয়ার পর থেকেই মন্ত্রিত্বের জন্য চাপ দিচ্ছিলেন এই দুই বিধায়ক।
এর আগেও রামবাই সিং কমলনাথ সরকারের বিরুদ্ধে সরব হন। সম্প্রতি তিনি বলেন, কংগ্রেস যদি চায় রাজ্যে সরকারেক শক্তিশালী করবে তাহলে কমলনাথের উচিত সবাইকে তুষ্ট করা। কমলনাথ যদি রাজ্য সরকারকে শক্তিশালী করতে চান তাহলে প্রথমে আমাদের আগে শক্তিশালী করতে হবে। ওর উচিত আমাদের মন্ত্রিত্ব দেওয়া হওয়া।
আরও পড়ুন-প্রজাতন্ত্র দিবসে রাজপথে শক্তি প্রদর্শনে চমকে দিল ভারতীয় বাহিনী
বিধানসভা নির্বাচনে ২৩০ আসনের বিধানসভায় কংগ্রেস পেয়েছিল ১১৪টি আসন। বিজেপি পায় ১০৯টি আসন। অন্যদিকে, বসপা পায় ২টি আসন। সমাজবাদী পাটি পায় ১টি আসন। শেষপর্যন্ত বসপার সমর্থন নিয়েই সরকার গড়ে কংগ্রেস।