স্বামীকে খুন করে বাথরুমে পুঁতে রাখা স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা
স্বামীকে খুন করার অপরাধে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল উত্তরপ্রদেশের এক জেলা আদালত। বর্ষা নামের সেই মহিলা তাঁর স্বামীকে খুন করে বাথরুমে পুঁতে রেখেছিলেন। স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে দেন, তারপর ভারী কোনও বস্তুর আঘাতে হত্যা করেন। খুনের প্রমাণ লোপাট করতে মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বাথরুমের মেঝে খুঁড়ে দেহ পুঁতে দেন বর্ষা।
ওয়েব ডেস্ক: স্বামীকে খুন করার অপরাধে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল উত্তরপ্রদেশের এক জেলা আদালত। বর্ষা নামের সেই মহিলা তাঁর স্বামীকে খুন করে বাথরুমে পুঁতে রেখেছিলেন। স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে দেন, তারপর ভারী কোনও বস্তুর আঘাতে হত্যা করেন। খুনের প্রমাণ লোপাট করতে মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বাথরুমের মেঝে খুঁড়ে দেহ পুঁতে দেন বর্ষা।
২০১২ সালের ২৪ মার্চ এই নিজের স্বামীর হত্যার করেন বর্ষা। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানাও করা হয় বর্ষাকে। মঞ্জু নামের এক মহিলাকে বাড়ি বিক্রি করার সময়ই পুরো ঘটনা জানাজানি হয়ে যায়। পুলিস বাড়ির বাথরুমের মাটি খুড়ে বর্ষার সেনা জওয়ান স্বামীর দেহ উদ্ধার করেন।