যোগের সুতোয় তৈরি হল বিশ্বভাতৃত্ব
যোগ-এ জুড়ল বিশ্ব। ধর্ম-বর্ণ-ইতিহাস-ভূগোলের বিভেদ ভুলে যোগাভ্যাসে যোগ দিলেন মানুষ।
ওয়েব ডেস্ক: যোগ-এ জুড়ল বিশ্ব। ধর্ম-বর্ণ-ইতিহাস-ভূগোলের বিভেদ ভুলে যোগাভ্যাসে যোগ দিলেন মানুষ।
বজ্রাসন, পদ্মাসন। ধনুরাসন। আন্তর্জাতিক শব্দভাণ্ডারে ঢুকে গেল প্রাচীন ভারতীয় শব্দগুলি। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে পালিত হল বিশ্ব যোগ দিবস।
দিল্লিতে প্রধানমন্ত্রীর যোগ-যজ্ঞে যোগ দেন ৫০ টি দেশের প্রতিনিধি। রাজনীতি দূরে রেখে যোগে যোগদান করলেন দিল্লির মুখ্যমন্ত্রীও। রাইসিনা হিলের কাছে যোগের অনুষ্ঠানে ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
আসমুদ্র হিমাচলে ছড়িয়ে যোগের বার্তা দিলেন মোদীর সেনাপতিরা। লখনউয়ে রাজনাথ সিং, পাটনায় অমিত শাহ, ফরিদাবাদে মুক্তার আব্বাস নকভি, শিমলায় স্মৃতি ইরানি। আডবাণী যোগাভ্যাস করলেন হিমাচলের পালমপুরে। সূর্য নমস্কার বিতর্কে ইতি টেনে যোগ দিল মুসলিম পার্সোনাল ল-বোর্ডও। এই আবেগেই যোগ দিবস পালন হয়েছে বিশ্বের সাতচল্লিশটি মুসলিম প্রধান দেশে। এছাড়াও ফ্রান্স, অস্ট্রেলিয়া, চিন, তাইওয়ান, সিঙ্গাপুরেও পালিত হয়েছে যোগ দিবস।
দূরে থাকেননি বলিউডের নক্ষত্ররাও। বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে যোগাভ্যাস করেছেন অভিনেত্রী শিল্পা শেট্টিও।
প্রথম আন্তর্জাতিক যোগ দিবসে রাজপথে যোগ চর্চা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৭ মিনিটের অনুষ্ঠানে যোগ দিলেন ৩৭ হাজার মানুষ। যোগ দিবস উপলক্ষ্যে সকাল থেকেই সেজে উঠেছিল গোটা রাজধানী। মূল অনুষ্ঠান রাজপথে, ইন্ডিয়া গেটের সামনে। রাজপথের দুধারে হাজার খানেক বিশালাকার স্ক্রিন। নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তব করতে গত একমাস ধরে চেষ্টার ত্রুটি রাখেনি আয়ুষ মন্ত্রক। ভোর রাত থেকেই মানুষের ঢল নামতে শুরু করে রাজপথে। হাজির হন কেন্দ্রীয় মন্ত্রী থেকে দিল্লির মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চে ছিলেন যোগগুরু রামদেব সহ যোগ বিশেষজ্ঞরা। ছটা চল্লিশ মিনিটে রাজপথে পৌছন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ভাষণের পর শুরু হয় যোগ। সকাল ৭টা থেকে ৭টা ৩৭ মিনিট। ৫ মিনিটের হাতে ও পায়ের ব্যায়াম দিয়ে শুরু। তারপর ১৫ মিনিট সাধারণ কিছু যোগাসন, পাঁচ মিনিটের প্রানায়াম, পাঁচ মিনিটের ধ্যান এবং সবশেষে সঙ্কল্প। বিদেশ থেকেও বহু মানুষ রাজপথে যোগাসন করেন। দিল্লির পাশাপাশি গোটা দেশের নানা প্রান্তে ধুমধামের সঙ্গে যোগ দিবস পালন। লখনউয়ে যোগ চর্চায় রাজনাথ সিং, পটনায় অমিত শা, ফরিদাবাদে মুক্তার আব্বাস নকভি, শিমলায় স্মৃতি ইরানি।