প্রকাশিত রেলের সব থেকে শক্তিশালী ইঞ্জিনের ছবি, এবার ঝড়ের বেগে ছুটবে ট্রেন

বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই ইঞ্জিন ব্যবহার শুরু হলে দ্বিগুণ হবে মালগাড়ির গতি। ১২,০০০ হর্সপাওয়ার ইঞ্জিনে ঘণ্টা ১০০ কিলোমিটার বেগে ছুটবে মালগাড়ি। ফলে প্রায় অর্ধেক সময়ে গন্তব্যে পৌঁছবে মালগাড়ি। 

Updated By: Mar 21, 2018, 10:47 AM IST
প্রকাশিত রেলের সব থেকে শক্তিশালী ইঞ্জিনের ছবি, এবার ঝড়ের বেগে ছুটবে ট্রেন

ওয়েব ডেস্ক: গোটা দেশে ট্রেনের গতি বাড়াতে এবার উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের পরীক্ষা শুরু করল ভারতীয় রেল। মঙ্গলবার এক টুইটে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল।
এতদিন মালগাড়ি চালানোর জন্য ৬,০০০ হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন WAG-9 ইঞ্জিন ব্যবহার করত ভারতীয় রেল। এবার তার দ্বিগুণ ক্ষমতাসম্পন্ন WAG-12 ইঞ্জিন তৈরি করে ফেলেছে তারা। ১২,০০০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন এই ইঞ্জিন ২০০০ টন পর্যন্ত ওজন টানতে সক্ষম। 

ফ্রান্স থেকে আনা হয়েছে চ্যাসি
মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে তৈরি হয়েছে নতুন ইঞ্জিন। যে কোনও আবহাওয়ায় অপরিবর্তিত থাকবে এর কার্যক্ষমতা। আর সেজন্য দরকার বিশেষ ধরণের চ্যাসি। এজন্য একটি ফরাসি সংস্থার সঙ্গে চুক্তি করেছে ভারতীয় রেল। নতুন ইঞ্জিনের চ্যাসি এসেছে ফ্রান্স থেকে। 

আরও পড়ুন - তপশিলি জাতি বা উপজাতি নিগ্রহের অভিযোগ এলেই গ্রেফতারি নয়, মিলবে আগাম জামিনও

দ্বিগুণ হবে মালগাড়ির গতি
বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই ইঞ্জিন ব্যবহার শুরু হলে দ্বিগুণ হবে মালগাড়ির গতি। ১২,০০০ হর্সপাওয়ার ইঞ্জিনে ঘণ্টা ১০০ কিলোমিটার বেগে ছুটবে মালগাড়ি। ফলে প্রায় অর্ধেক সময়ে গন্তব্যে পৌঁছবে মালগাড়ি। 

 

২০১৫ সালে ভারতীয় রেল ও ফরাসি সংস্থার মধ্যে ২০ হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুসারে ১১ বছরে মোট ৮০০টি এই ধরণের ইঞ্জিন তৈরি করবে ভারত।  

.