Yogi Adityanath: 'জাতপাত, পরিবারতন্ত্রের রাজনীতি উত্তরপ্রদেশে উন্নয়নের পথে বাধা হয়েছে', বিস্ফোরক যোগী
মুখ্যমন্ত্রী আরও বলেন, বংশ এবং স্বজনপ্রীতি ভিত্তিক রাজনীতি "বিশ্বের সবচেয়ে চাষযোগ্য জমি এবং সেরা জলসম্পদ" থাকা সত্ত্বেও এই রাজ্যকে এগোতে দেয়নি।
নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বলেছেন যে জাতি ও পরিবারতন্ত্রের রাজনীতি উত্তরপ্রদেশের উন্নয়নকে আটকে দিয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বংশ এবং স্বজনপ্রীতি ভিত্তিক রাজনীতি "বিশ্বের সবচেয়ে চাষযোগ্য জমি এবং সেরা জলসম্পদ" থাকা সত্ত্বেও এই রাজ্যকে এগোতে দেয়নি।
জি মিডিয়ার এডিটর-ইন-চিফ সুধীর চৌধুরীর সঙ্গে একান্ত আলাপচারিতায় আদিত্যনাথ বলেছেন, "স্বজনপ্রীতি, জাত-ভিত্তিক রাজনীতি সবসময়ই ইউপির উন্নয়নের পথে এসেছিল।" আদিত্যনাথের প্রশ্ন, "আমাদের সর্বোত্তম জনশক্তি, ভূমি ও জলজ সম্পদ আছে। তারপরও আমরা উন্নতি করতে পারিনি। কেন?" তাঁর কথায়, "স্বজনপ্রীতি এবং জাতপাত অবশ্যই মুষ্টিমেয় কয়েকটি পরিবারকে সাহায্য করেছে। কিছু সন্ত্রাসী কার্যকলাপকে রাজ্যে বেড়ে উঠতে সাহায্য করেছে। কিন্তু এর কারণে রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।''
আরও পড়ুন, Blast in Ludhiana Court: লুধিয়ানা আদালতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২ আহত ৪
মুখ্যমন্ত্রীর মতে, ২০১৪ সালে বিজেপির কাছে রাজ্যের অপ্রতিরোধ্য জয়ের পিছনে জাত এবং পরিবারতান্ত্রিক রাজনীতির প্রতি হতাশাই কাজ করেছিল।
প্রসঙ্গত, কিছুদিন আগে দেশের বিরোধী দলগুলির উপর তীব্র আক্রমণ শানিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন, দেশে সমাজতন্ত্র বা কমিউনিজম নয় প্রয়োজন রাম রাজ্যের। এমনকী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তার বক্তৃতায় সমাজতন্ত্রকে "সবচেয়ে বড় কুসংস্কার" বলেও অভিহিত করেন। তিনি বলেন, "এতে পারিবারিক সমাজতন্ত্র, মাফিয়া সমাজতন্ত্র, নৈরাজ্যবাদী সমাজতন্ত্র, দাঙ্গা সমাজতন্ত্র এবং সন্ত্রাসবাদী সমাজতন্ত্রের মতো অনেক নির্বাসিত বিষয় প্রদর্শিত হয়েছে।''