গাব্বায় জোড়া সেঞ্চুরিতে অসিরা একদিনে তুলল ৩৮৯
একদিকে মোহালি, অন্যদিকে ব্রিসবেন। দুটো জায়গাতেই চলছে টেস্ট ম্যাচ। দূরত্বটা অনেক। মাইল-কিলোমিটারের মতই বাইশ গজের হিসেবটাও হচ্ছে অনেক দূরের নিয়ম মেনে। মোহালিতে টেস্টের প্রথম দিনে যখন ঠুকে ঠুকে খেলে বেকাদায় ভারত। তখন ব্রিসবেন টেস্টের প্রথম দিনে একেবারে আক্রমণাত্মক মেজাজে খেলে অস্ট্রেলিয়া দারুণ জায়গায়।
ওয়েব ডেস্ক: একদিকে মোহালি, অন্যদিকে ব্রিসবেন। দুটো জায়গাতেই চলছে টেস্ট ম্যাচ। দূরত্বটা অনেক। মাইল-কিলোমিটারের মতই বাইশ গজের হিসেবটাও হচ্ছে অনেক দূরের নিয়ম মেনে। মোহালিতে টেস্টের প্রথম দিনে যখন ঠুকে ঠুকে খেলে বেকাদায় ভারত। তখন ব্রিসবেন টেস্টের প্রথম দিনে একেবারে আক্রমণাত্মক মেজাজে খেলে অস্ট্রেলিয়া দারুণ জায়গায়।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে টস জিতে অস্ট্রেলিয়া ম্যাচের প্রথম দিনে তুলল ৩৮৯ রান। মানে রান রেট দাঁড়াল ৪.৩২। বিপক্ষ বোলারদের একেবারে সাধারণ স্তরে নামিয়ে এনে দারুণ সেঞ্চুরি করলেন ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজারা। ওয়ার্নার ১৬৩ রানে আউট হন। পাকজাত ব্যাটসম্যান খোয়াজা ওয়ানডে-র মেজাজে খেলে ১৩৩ বলে ১০২ রানে অপরাজিত। প্রথম উইকেটে ওয়ার্নার-বার্নস করেন ৭১ রান। ব্রিসবেনে আজকের অসিদের খেলা দেখে মনে পড়ল সেই হেডেন-ল্যাঙ্গার-পন্টিংদের স্মৃতি। ৬ জন বল করেও উইকেট পেলেন কেবল সাউদি আর নিশাম।