Australia vs India, 1st Test: দাপুটে বোলিং ভারতের; পিঙ্ক টেস্টে প্রথম ইনিংসে লিড নিল Team India

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয় ভারতের। প্রথম ইনিংসে শূন্য করা পৃথ্বী শ (Prithvi Shaw ) দ্বিতীয় ইনিংসে করলেন মাত্র চার রান। কামিন্সের (Pat Cummins) বলে বোল্ড হলেন তিনি।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 18, 2020, 05:14 PM IST
Australia vs India, 1st Test: দাপুটে বোলিং ভারতের; পিঙ্ক টেস্টে প্রথম ইনিংসে লিড নিল Team India
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন:  অশ্বিন-উমেশ-বুমরাহ এর দাপটে অ্যাডিলেডে ( Adelaide) পিঙ্ক টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ ১৯১ রানে। ৫৩ রানের লিড নিল টিম ইন্ডিয়া (Team India)। অজি অধিনায়ক টিম পেইন (Tim Paine) একা কুম্ভ হয়ে লড়াই করলেন। না হলে আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে হত অস্ট্রেলিয়াকে। দু'বার জীবনদান পেয়েও সুযোগ কাজে লাগাতে পারলেন না লাবুশানে  (Marnus Labuschagne)। 

 

৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয় ভারতের। প্রথম ইনিংসে শূন্য করা পৃথ্বী শ (Prithvi Shaw ) দ্বিতীয় ইনিংসে করলেন মাত্র চার রান। কামিন্সের (Pat Cummins) বলে বোল্ড হলেন তিনি। দ্বিতীয় রাতের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৯ রান। ক্রিজে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) এবং নাইটওয়াচম্যান জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সবমিলিয়ে ভারত ৬২ রানে এগিয়ে।

 

৬ উইকেটে ২৩৩ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনের শুরুতে ১১ রান যোগ করতেই ভারতের প্রথম ইনিংস শেষ হয়। ২৪৪ রানে অলআউট টিম ইন্ডিয়া (Team India)। দ্বিতীয় দিনের শুরুতে প্যাট কামিন্স (Pat Cummins) আর মিচেল স্টার্ক (Mitchell Starc) অস্ট্রেলিয়ার হয়ে বাজিমাত করেন। অস্ট্রেলিয়ার হয়েছে স্টার্ক (Mitchell Starc) চারটি আর কামিন্স (Pat Cummins) তিনটি উইকেট পান।

আরও পড়ুন -Australia vs India, 1st Test: পিঙ্ক টেস্টে উড়ন্ত Kohli-র দুরন্ত ক্যাচ, দেখুন ভিডিয়ো

অস্ট্রেলিয়ার দুই ওপেনার ম্যাথু ওয়েড (Matthew Wade) এবং জো বার্নসকে (Joe Burns) দ্রুত সাজঘরে ফেরালেন বুমরাহ (Jasprit Bumrah)। দুজনে ৮ রান করেন। আর দুজনেই এলবিডব্লিউ হন। লাবুশানে (Marnus Labuschagne) এসে দু-দুবার জীবন দান পেলেন। তবে স্টিভ স্মিথকে (Steven Smith ) ১ রানে ফিরিয়ে আসল কাজটা করেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এরপর একে একে অশ্বিনের (Ravichandran Ashwin) শিকার ট্রাভিস হেড (Travis Head) , ক্যামেরুন গ্রিন (Cameron Green)। একের পর এক ক্যাচ মিস হচ্ছে যখন, তখন দুরন্ত ক্যাচ ধরে নজির গড়লেন বিরাট কোহলি (Virat Kohli)।

৪৭ রানে আউট হলেন লাবুশানে (Marnus Labuschagne)। এরপর একা লড়াই চালিয়ে যান অজি অধিনায়ক টিম পেইন (Tim Paine)। ৯৯ বলে ৭৩ রানে অপরাজিত থাকলেন অজি অধিনায়ক। ১৯১ রানে অল আউট অস্ট্রেলিয়া। ৫৩ রানের লিড টিম ইন্ডিয়ার।  রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) নেন চারটি উইকেট, তিনটি উইকেট নেন উমেশ যাদব (Umesh Yadav) আর দুটি উইকেট নেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

আরও পড়ুন - বাবার ক্লাবেই ছেলে, ম্যান ইউ-তে যোগ দিল 'জুনিয়র' Wayne Rooney

.