পাইপ ফেটে বিপত্তি! বন্ধ টালার জল সরবরাহ, দুর্ভোগে শহর কলকাতা

Nov 28, 2020, 12:23 PM IST
1/10

নিজস্ব প্রতিবেদন: জল সমস্যায় শহরের একাধিক এলাকা। বেশ কিছু এলাকায় জল সরবরাহ বন্ধ রেখেছে টালা।   

2/10

জল সমস্যায় ভুগবে উত্তর মধ্য ও দক্ষিণের বিস্তির্ণ এলাকার মানুষ। 

3/10

পানীয় জলের সমস্যা অব্যাহত থাকবে দিনভর। রবিবার সকাল থেকে স্বাভাববিক হবে বলে জানা যাচ্ছে।  

4/10

গত রবিবার থেকে গোটা এলাকা জলমগ্ন হয়ে যায়। জানা যায়, পানীয় জলের মূল পাইপে চির ধরায় রাস্তায় জল জমে যায়। এখনও জল জমে রয়েছে  রাস্তায়। 

5/10

আজকে নতুন করে পানীয় জলের সমস্যা শুরু হয়েছে বলে জানাচ্ছে নীলমনি মিত্র রোয়ের বাসিন্দারা।

6/10

অপরদিকে, ইতিমধ্যে ফাটল মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে। জল বের করে, পাইপ খালি করে, তবেই মেরামতি সম্ভব বলে জানিয়েছে। 

7/10

আগামীকাল সকালের মধ্যেই কাজ সম্পূর্ণ করে ফেলা হবে বলে জানাচ্ছেন ওয়ার্ড সমন্বয়কারীরা। 

8/10

শনিবার সকালে জল সরবরাহ হলেও, দুপুর, বিকেল ও সন্ধেয় টালা ট্যাঙ্ক, জোড়াবাগান, মহম্মদ আলি পার্ক, বাগমারি, পার্ক সার্কাস, কসবা, নিউ পার্ক, চাউলপট্টিতে জল বন্ধ থাকবে।

9/10

দক্ষিণ কলকাতার একাংশ, যেখানে টালার ট্যাঙ্ক থেকে জল সরবরাহ হয়, সেখানেও আজ সকাল থেকে বন্ধ পানীয় জল সরবরাহ।

10/10

মেরামতির কারণেই শহরের একটা বড় অংশে জল সরবরাহ করা যাবে না বলে জানিয়েছে টালা।