Rivers Facing Drought: চোখ ফেরানো যায় না এত সুন্দর, এত বিশাল! অথচ বিশ্বের এমন সব নদী নীরবে শুকিয়ে যাচ্ছে...
অবস্থা মোটেই আশাব্যঞ্জক নয়। যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের নদীগুলি ক্রমাগত শুকিয়ে যাচ্ছে। অনেক নদী আবার দৈর্ঘ্য-প্রস্থে সংকুচিত হয়ে এসেছে। প্রতিনিয়তই নদীর তলদেশ জলের উপর থেকেই দৃশ্যমান হচ্ছে।
সৌমিত্র সেন: কম বৃষ্টি এবং টানা তাপপ্রবাহের জেরে খরা-পরিস্থিতি যে ধীরে ধীরে তৈরি হয়ে উঠছে, সেটা অনেকদিন ধরেই কানাঘুযো শোনা যাচ্ছিল। এবার বিজ্ঞানীরা অনুসন্ধান করে মোটামুটি জানিয়েই দিলেন যে, অবস্থা মোটেই আশাব্যঞ্জক নয়। যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের নদীগুলি ক্রমাগত শুকিয়ে যাচ্ছে। অনেক নদী আবার দৈর্ঘ্য-প্রস্থে সংকুচিত হয়ে এসেছে। প্রতিনিয়তই নদীর তলদেশ জলের উপর থেকেই দৃশ্যমান হচ্ছে। কিছু নদী এতই শুকিয়ে গিয়েছে যে, সেগুলি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে!
দীর্ঘ দিনের জলবায়ু সংকট বিশ্বের আবহাওয়াকে বহু দিন ধরেই বিরূপ করে তুলেছে। এর ফলও বর্তাচ্ছে নদ-নদীর উপর আর এর পাশাপাশি এর উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করা মানুষের উপরও পড়ছে এর বিরূপ প্রভাব। বিশ্বের প্রত্যেক মানুষ কোনো না কোনোভাবে নদীর উপর নির্ভরশীল-- হতে পারে খাওয়ার জলের জন্য, কৃষিকাজের জন্য, জ্বালানি উৎপাদনের জন্য, পণ্য পরিবহণের জন্য। সেটা বিঘ্নিত হতেই দেশে দেশে সংকটে পড়েছে জনজীবন।
সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে পড়া বিশ্বের এরকম ছ'টি নদীর স্যাটেলাইট থেকে ছবি তুলেছে একটি গণমাধ্যম সংস্থা। তারা সেটি প্রকাশও করেছে। একই নদীর আগের অবস্থা আর এখনকার ছবি তুলে ধরা হয়েছে। যা দেখে শঙ্কিত হয়ে উঠেছে সংশ্লিষ্ট এলাকার মানুষজন, শঙ্কিত হয়েছেন বিশ্ব জুড়ে পরিবেশপ্রমী নদীপ্রেমী মানুষ।