হট প্য়ান্টে Oindrila, হলিডে মুডে ক্য়ামেরাবন্দি 'ম্য়াজিক' জুটি

Mar 27, 2021, 19:03 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন টলিউডের ম্য়াজিক জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। প্রতিদিন নতুন নতুন ছবি মন ভরাচ্ছে নেটিজেনদের।

2/8

শহরের কোলাহল থেকে অনেক দূরে ফুরফুরে মেজাজে একান্তে সময় কাটাচ্ছেন এই জুটি। ফ্য়ানদেরও সাক্ষী করে রাখছেন তাঁদের আনন্দের মুহুর্তের।

3/8

রিল লাইফে রসায়ন তৈরি করার আগেই এই জুটি ছিল হিট, 'ম্য়াজিক' ছবির মাধ্য়মে আরও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন লভ বার্ডস।

4/8

খোলা আকাশের নীচে মনমুগ্ধকর দৃশ্য় হোক বা স্য়ুইমিং পুলে একান্তে সময় কাটানো, হলিডে মুডে ধরা দিচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

5/8

হট প্য়ান্টে পোজ দিচ্ছেন ঐন্দ্রিলা। ক্য়ামেরার ওপারে নন আদার দ্য়ান তাঁর লভ লাইফ অঙ্কুশ।    

6/8

টলিউডে কান পাতলেই এখন শুধু এই জুটির বিয়ের গুঞ্জন। পরিবারের সঙ্গে কথা বলে ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসার কথা এই অ্য়াডরেবল কাপলের।

7/8

সুরিন্দর ফিল্মসের পরের ছবিতে জুটিও বাঁধছেন তাঁরা, ভক্তকূল যে প্রিয় জুটিকে নিয়ে বেজায় খুশি তা আর বলার অপেক্ষা রাখে না।

8/8

জলের তলার অন্য় পৃথিবী দেখার মজাই আলাদা, অঙ্কুশ সেই অনুভূতিও শেয়ার করেছেন নিজের সোশ্য়াল মিডিয়ায়।