Modi: ভ্যাটিকানে ২০ মিনিটের বৈঠক গড়াল ১ ঘণ্টায়, পোপকে ভারতে আমন্ত্রণ মোদীর

Oct 30, 2021, 16:11 PM IST
1/5

পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাত করে একগুচ্ছ বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভ্যাটিকানে পোপের সঙ্গে করোনা সংক্রমণ, জলবায়ু দূষণ, দারিদ্র দুরীকরণ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন।   

2/5

ভ্যাটিকান সিটিতে পোপের বাসভবনে মোদীর সঙ্গে আজ ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল,  বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। পোপ ছাড়াও প্রধানমন্ত্রী এদিন সাক্ষাত করেন ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট কার্ডিন্যাল  পিয়েট্রো পারোলিন।  

3/5

সংবাদ সংস্থা সূত্রে খবর, মাত্র ২০ মিনিট পোপের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও তা গড়ায় একঘণ্টা। পোপকে ভারতে আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী।

4/5

২০১৩ সালে ফ্রান্সিস পোপের আসনে বসার পর এই প্রধান ভারতের সর্বোচ্চ পর্যায়ের কেউ তাঁর সঙ্গে দেখা করলেন।  মোদী-ফ্রান্সিস সাক্ষাতের আগে এনিয়ে বিদেশ সচিব হর্ষবর্ধন সিংলা বলেন, পোপের সঙ্গে একক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোনও এজেন্ডা ঠিক করেনি ভ্য়াটিকান। মনে করা হচ্ছে পোপের সঙ্গে আলোচনার জন্য প্রথা মেনেই কোনও এজেন্ডা সেট করা হয়নি। 

5/5

উল্লেখ্য়, পোপের সঙ্গে বৈঠকের পর জি ২০ বৈঠকের জন্য ভ্যাটিক্যান সিট ছাড়েন প্রধানমন্ত্রী মোদী।