প্রাথমিক শিক্ষকদের মোট বেতন বাড়ছে সাড়ে ৬ হাজার টাকা! কত হচ্ছে?

Jul 26, 2019, 12:51 PM IST
1/6

একধাক্কায় প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে প্রায় ৬৫০০ টাকা ।  

2/6

বর্তমানে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ২৬০০ টাকা, মোট মাসিক বেতন ১৯,৫০০ টাকা।

3/6

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবারই সেই গ্রেড পে বৃদ্ধির কথা জানিয়েছেন। এই গ্রেড পে বৃদ্ধির দাবিতেই আমরণ অনশনে বসেছিলেন প্রাথমিক শিক্ষকরা।

4/6

এখন গ্রেড পে ২৬০০ থেকে বাড়িয়ে ৩৬০০ টাকা করা হচ্ছে। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের মাসিক বেতন দাঁড়াবে ২৫,৯৮০ টাকা।

5/6

বেতন বৃদ্ধি ছাড়াও, প্রাথমিকের শিক্ষকদের জন্য এবার পদোন্নতিরও সুযোগ করে দিচ্ছে রাজ্য।

6/6

যোগ্যতা ও অভিজ্ঞতার নিরিখে প্রাথমিক স্তরের শিক্ষক আপার প্রাইমারিতেও শিক্ষকতা করতে পারবেন।