হাতে আর সময় নেই! বুধবার থেকে চলবে লোকাল ট্রেন, ছুটির দিনেও চলল স্যানিটাইজেশন

Nov 08, 2020, 14:27 PM IST
1/5

হাতে আর বেশি সময় নেই। সামনের বুধবার থেকেই চলবে লোকাল ট্রেন। তাই রবিবারও কাজ থামাল না রেল কর্তৃপক্ষ।

2/5

ছুটির দিনেও কারশেডে থাকা ট্রেনগুলির প্রতিটি কোচে চলল স্যানিটাইজেশন। যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে উঠেপড়ে লেগেছে রেল।

3/5

লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্তে হাঁফ ছেড়ে বেঁচেছেন সাধারণ মানুষ। বহু মানুষকে শহরতলি থেকে কলকাতায় যেতে হচ্ছিল একগাদা টাকা খরচ করে। 

4/5

আগের মতো সব ট্রেন হয়তো চলবে না। তবে আপাতত ৩৬২টি লোকাল ট্রেন চলবে। তাতেই স্বস্তি খুঁজছেন সাধারণ যাত্রীরা।

5/5

নতুন কোনও সময়সূচি হচ্ছে না। অর্থাত্ পুরনো টাইম টেবিল মেনেই আপাতত শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে ট্রেন চলবে।