SAvsIND: বিতর্ক-চাপ ভুলে নতুন বছরে Kohli-র 'বিরাট' মোটিভেশন
পয়া ওয়ান্ডারার্সে ফিরে আসার অপেক্ষায় বিরাট কোহলি।
নিজস্ব প্রতিবেদন: সময়ের সঙ্গে কত কিছু বদলে যায়। গত বছরের শুরুতেও তিনিই ছিলেন ভারতীয় ক্রিকেটের শেষ কথা। কিন্তু বছর ঘুরতেই একাধিক বিতর্ক ও অপ্রত্যাশিত চাপে জর্জরিত বিরাট কোহলি। তবুও কেরিয়ারের ৯৯তম টেস্ট খেলতে নামার আগে আগের মতোই 'ফোকাস' থাকার চেষ্টা করছেন। নতুন বছরে ভারতীয় দল ও কোহলি পয়া ওয়ান্ডারার্সে নতুন ইতিহাস লিখতে পারেন কিনা সেটাই দেখার।
1/5
আগের মতোই মোটিভেশন
2/5
রাহুল স্যরের ক্লাসে
photos
TRENDING NOW
3/5
পুরোনো ভুল করতে রাজি নন
4/5
পয়া ওয়ান্ডারার্সের অপেক্ষায় রান মেশিন
5/5
জোহানেসবার্গে ভারতের সুখের ইতিহাস
দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডারার্স স্টেডিয়াম বরাবরই ভারতীয় দলের কাছে পয়া। ১৯৯২ সাল থেকে ২০১৮ পর্যন্ত এই মাঠে পাঁচটি টেস্ট খেলেছে 'মেন ইন ব্লু' ব্রিগেড। এর মধ্যে ২০০৬ সালে রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে এসেছিল প্রথম জয়। সেই টেস্ট ১২৩ রানে জয়ের পর গত বার ৬৩ রানে জিতেছিল কোহলিবাহিনী। ১৯৯৭ সালে এই মাঠে ১৪৮ ও ৮১ রান করেছিলেন দ্রাবিড়। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াও এই মাঠে। শুধু ২০০৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলকে। সেই মাঠেই এ বার দ্বিতীয় টেস্ট জিতে ইতিহাস গড়ার অপেক্ষায় টিম ইন্ডিয়া।
photos