মুখে সোনার মাস্ক, স্যানিটাইজার হাতে দুর্গা প্রতিমা, খুঁটিপুজোর উদ্বোধনে Aditi Munshi

Aug 08, 2021, 15:50 PM IST
1/6

খুঁটিপুজোর দিনেই বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে আগমণ হল মা দুর্গার। তবে থার্ড ওয়েভের মুখে মা দুর্গা এলেন সোনার মাস্ক মুখে, হাতে স্যানিটাইজার, থার্মাল গান, পালস অক্সিমিটার, মাস্ক নিয়ে। 

2/6

বন্ধুমহল ক্লাবের খুঁটিপুজো উপলক্ষে হাজির রাজারহাট গোপালপুরের বিধায়ক  তথা কীর্তন গায়িকা অদিতি মুন্সী। 

3/6

রবিবার সাতসকালেই ঢাকের কাঠি বেজে উঠল বাগুআটিতে। শ্রাবণের ধারা থামতেই হইহই রইরই। সাজানো খুঁটির পাশেই হাসিমুখে হাজির মা দুর্গা স্বয়ং। 

4/6

কিন্তু, মা দুর্গা অস্ত্রসজ্জার বদলে হাতে নিয়েছেন থার্মাল গান, পালস অক্সিমিটার, স্যানিটাইজার। শাস্ত্র বিশারদরা বলছেন, মাস্ক পরার কথা নাকি পুরাণেও উল্লেখ রয়েছে।  

5/6

তৃতীয় ওয়েভের মাঝে পুজো? অদিতির মত কী? গায়িকা তথা, বিধায়কের পুজোর সমর্থনেই সওয়াল করলেন, কারণ, তাঁর মতে পুজোর সঙ্গে প্রচুর মানুষের শিল্প সত্ত্বা ও জীবন জীবিকা জড়়িয়ে থাকে। পুজো হোক, তবে মানুষকে সাবধান হতেই হবে। 

6/6

অদিতি মুন্সি বলেন, ''অনেকই হয়ত বলবেন, প্রতিমাকে সোনার মাস্ক কেন দেওয়া হচ্ছে? তবে আমরা এই সোনার মাস্ককে প্রতীকি হিসাবে তুলে ধরছি। মেয়েদের 'সোনার মেয়ে', 'সোনা মা' এভাবেই ডাকা হয়। আজ যদি কোনও জ্যোতিষী আপনাদের বলতেন, মাস্ক পরলে একবছর সৌভাগ্য আসবে, তাহলে তো পরতেন। তাহলে সুরক্ষার জন্য মাস্ক কেন নয়? সকলকে অনুরোধ করব, মাস্ক পরে থাকতে।''