Al Nassr | Cristiano Ronaldo | Cristiano Ronaldo: রোনাল্ডোর জন্য সৌদির ক্লাব ছেঁটে ফেলল আবুবকরকে!
Al Nassr terminate Vincent Aboubakar’s Contract: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দলে নিতে গেলে ছাড়তে হবে কোনও এক বিদেশি ফুটবলারকে। এই শর্ত আগেই জানত আল নাসের। তারা ছেঁটে ফেলল দলের তারকা স্ট্রাইকারকে ভিনসেন্ট আবুবকরকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) দলে নেওয়ার জন্যই সৌদি আরবের ক্লাব আল নাসের (Al Nassr) ছেঁটে ফেলেছে ক্য়ামেরুনের স্ট্রাইকার ভিনসেন্ট আবুবকরকে (Vincent Aboubakar)! এমনটাই রিপোর্ট ডেইলি মেইলের (Daily Mail)। সৌদি লিগের নিয়ম মেনে আট জন বিদেশি ফুটবলারকে রেজিস্টার করানো যায়। আল নাসের খুব ভালো ভাবেই জানত যে, রোনাল্ডোকে দলে নিতে হলে দলের যে কোনও এক বিদেশি ফুটবলারকে ছাড়তেই হবে, সেজন্যই তারা ছেঁটে ফেলল আবুবকরকে। ক্য়ামেরুনের তারকা চুক্তিভঙ্গের বিষয়ে সম্মতি জানিয়েছেন আল নাসেরকে।
একেবারে ঢাক ঢোল পিটিয়ে রোনাল্ডোকে নিয়ে এসেছে সৌদির বিখ্যাত ক্লাব। তিন বছরে ৬০০ মিলিয়ন ইউরোর (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭৭৫ কোটি ২৩ লক্ষ ৬৮ হাজার ২২৬ টাকা) চুক্তিতে, সিআরসেভেন (CR7) ইউরোপের অধ্যায় শেষ করেছেন। এশিয়ান ফুটবলে পা রেখেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। গত মঙ্গলবার রাতে একেবারে রাজার মতো বরণ করে নেওয়া হয়েছে রোনাল্ডোকে। তবে বিশ্বের সব চেয়ে ধনী ফুটবলার এবং স্পোর্টস মহারথীর লাইভ অ্যাকশনের অপেক্ষায় আল নাসেরের ফ্যানরা। ২১ জানুয়ারির আগে রোনাল্ডো মাঠে নামতে পারবেন না।
ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডে খেলার সময়ে রোনাল্ডো দুই ম্যাচ নির্বাসিত হয়েছিলেন। ফিফার নিয়ম মেনে নির্বাসনের শাস্তি ভোগ না করেই যদি কোনও ফুটবলার অন্য কোনও ক্লাবে চলে যান, তাঁকে সেই ক্লাবে গিয়ে বকেয়া শাস্তি ভোগ করতে হবে। বিশ্বের যে কোনও দেশের যে কোনও লিগে খেললেই ফুটবলারের জন্য় নিয়ম বদলাবে না। যদিও এতে রোনাল্ডোর কোনও হেলদোল নেই। তিনি আছেন বিন্দাস মুডে। আল নাসের গত ম্যাচ জেতার পর সেটা বেশ বোঝা গিয়েছে। সতীর্থের গোলে দারুণ সেলিব্রেট করেছিলেন পর্তুগালের মহাতারকা। সিআরসেভেনের সেই ভিডিয়ো ক্লাবের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়ো এই মুহূর্তে ভাইরালও হয়ে গিয়েছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)