শাড়িতে টেনিস তারকা, সোশ্যাল মিডিয়ার চোখ ছানাবড়া

ভারতে তারকা টেনিস খেলোয়াড়দের আসাটা নতুন নয়। রজার ফেডেরার এসেছেন, ক মাস এসেছিলেন রাফায়েল নাদালও। কিন্তু টেনিসের গ্ল্যামার গার্ল এসে একেবারে চমকে দিলেন।

Updated By: Nov 20, 2016, 06:44 PM IST
শাড়িতে টেনিস তারকা, সোশ্যাল মিডিয়ার চোখ ছানাবড়া

ওয়েব ডেস্ক: ভারতে তারকা টেনিস খেলোয়াড়দের আসাটা নতুন নয়। রজার ফেডেরার এসেছেন, ক মাস এসেছিলেন রাফায়েল নাদালও। কিন্তু টেনিসের গ্ল্যামার গার্ল এসে একেবারে চমকে দিলেন।

আরও খবর- মারে বনাম জকোভিচ, যে জিতবে বছরটা তার

নতুন রুপে টেনিস তারকা অ্যানা ইভানোভিচ। ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগের আগে ভারতে এসেছিলেন এই টেনিস সুন্দরী। ভারতে এসে ভারতের সাজে মাতলেন অ্যানা। শাড়ি পরে অ্যানার ছবি সোশাল নেটওয়ার্কিং সাইটে এখন ভাইরাল।

আরও পড়ুন- খেলার সব খবর

সার্বিয়ার ফরাসি ওপেন জয়ী এই টেনিস তারকার ফ্যাশান স্টেটমেন্ট গোটা বিশ্বেই আলাদা সমীহ আদায় করে নেয়। অ্যানা ভারত সফরে এসে আবেগে ভাসলেন। বললেন, দারুণ একটা দেশ। আতিথিয়েতায় আমি মুগ্ধ।

 

.