আই লিগে বিদেশি নিয়োগে বড়সড় রদবদল ফেডারেশনের
আই লিগ ছাড়াও ইউথ লিগ ও দ্বিতীয় ডিভিশন আই লিগ নিয়েও আলোচনা করেছেন এআইএফএফ কর্তারা।
![আই লিগে বিদেশি নিয়োগে বড়সড় রদবদল ফেডারেশনের আই লিগে বিদেশি নিয়োগে বড়সড় রদবদল ফেডারেশনের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/20/125228-i-league.jpg)
নিজস্ব প্রতিনিধি : অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে আই লিগ। বুধবার নয়াদিল্লির ফুটবল হাউসে আলোচনাসভার পর এমনটাই জানিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের লিগ কমিটি। আই লিগ ছাড়াও ইউথ লিগ ও দ্বিতীয় ডিভিশন আই লিগ নিয়েও আলোচনা করেছেন এআইএফএফ কর্তারা।
আরও পড়ুন- ফুটবল যুবরাজের জন্য এই বার্তাই দিলেন মেসি-পত্নী
আই লিগে অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবকে প্রাথমিক পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নির্দেশিকা দিয়েছে ফেডারেশন। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে লিগে অংশগ্রহণকারী প্রতিটা ক্লাবকে পরিকাঠামো তৈরি রাখতে হবে। আই লিগে অংশগ্রহণের জন্য ক্লাবগুলোকে ৪৫ লক্ষ টাকা দেওয়া হবে বলেও জানিয়েছে ফেডারেশন। এএফসি এশিয়ান কাপের সময় চলবে আই লিগ। এতে আখেরে অসুবিধা হবে না? এআইএফএফের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান কাপে ভারতের ম্যাচের দিন আই লিগের খেলা রাখা হবে না।
আরও পড়ুন- বিশ্বকাপে সেঞ্চুরির সামনে সুয়ারেজে
আই লিগে বিদেশি কোটার ক্ষেত্রে বড়সড় রদবদল আনল ভারতীয় ফুটবল সংস্থা। ২০১৮-১৯ মরশুমের আই লিগে এশিয়া কোটায় বিদেশি নিয়োগ বাধ্যতামূলক নয়। নিয়মানুযায়ী প্রতিটা দল ছ'জন বিদেশি নিতে পারবে। এই ছ'জনের মধ্যে এশিয়ান না থাকলেও চলবে। তবে ২০১৯-২০ আই লিগে প্রতিটি দল পাঁচজনের বেশি বিদেশি সই করাতে পারবে না।