সৌরভের বিশ্বাস এটিকে মোহনবাগান ইতিহাস গড়বে!

শুক্রবার প্রথম বোর্ড মিটিংয়ে ছিলেন এটিকে-র অন্যতম কর্ণধার BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jul 10, 2020, 07:36 PM IST
সৌরভের বিশ্বাস এটিকে মোহনবাগান ইতিহাস গড়বে!
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  কলকাতা থেকে এবার আইএসএলে খেলবে নতুন দল এটিকে মোহনবাগান এফসি। বদলাচ্ছে না মোহনবাগানের ঐতিহ্যের সবুজ-মেরুন জার্সি। লোগোতে পাল তোলা নৌকাও অপরিবর্তিত থাকছে। শতাব্দী প্রাচীন মোহনবাগানের সঙ্গে এটিকে-র গাঁটছড়া ভারতীয় ফুটবলে নতুন দিশা দেখাবে বলেই মনে করেন সৌরভ গাঙ্গুলি।

শুক্রবার প্রথম বোর্ড মিটিংয়ে ছিলেন এটিকে-র অন্যতম কর্ণধার BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি। এটিকে মোহনবাগানের নতুন পথ চলাকে স্বাগত জানাচ্ছেন তিনি। তাঁর বিশ্বাস এটিকে-মোহনবাগান ব্র্যান্ড একসঙ্গে নতুন ইতিহাস গড়বে।

এদিন সৌরভ বলেন, "এটিকে মোহনবাগানের এই হাতে হাত মেলানোর উদ্যোগকে কুর্নিশ জানাই। আশা করি, এটিকে মোহনবাগানের এই নতুন ব্র্যান্ড নতুন ইতিহাস তৈরি করবে। "

 

আরও পড়ুন - ISL-এ 'এটিকে মোহনবাগান'-কে স্বাগত জানিয়ে কী বললেন নীতা আম্বানি, জেনে নিন

.