একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড

Updated By: Sep 22, 2017, 04:14 PM IST
একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড

ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়া। সাফল্যের হিসেবে বলতেই পারেন যেন, ক্রিকেটের ব্রাজিল। জার্সির রঙ সেই চিরাচরিত হলুদ-সবুজ, ব্রাজিলের মতোই। আবার একদিনের ক্রিকেটে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নও তারা। গত বিশ্বকাপেও তারা ফাইনালে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। কিন্তু সেই অস্ট্রেলিয়ারই এখন খুব দুরবস্থা একদিনের ক্রিকেটে। সেটা যদি আবার বিদেশের মাটিতে হয়। ভাবছেন, কী এমন হল?

আরও পড়ুন জানেন, কূলদীপকে কোথায় বল করতে বলেছিলেন ধোনি?

ইডেনে ভারতের কাছে হারের পর, একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার পরিসংখ্যান দেখতে গেলে দেখা যাচ্ছে যে, তারা বিদেশের মাটিতে টানা ১০টি ম্যাচে হারল এই নিয়ে। বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার এই ধারাবাহিকভাবে হারের শুরু দক্ষিণ আফ্রিকায়। গত সেপ্টেম্বর-অক্টোবরে, দক্ষিণ আফ্রিকার কাছে ০-৫ ব্যবধানে সিরিজ হেরেছিল অজিরা। এরপর জানুয়ারিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কাছে হারে পর পর দুই ম্যাচে। গত জুনে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইংল্যান্ডের কাছে হেরে যায় অজিরা। আর এবার ভারতে এসে ইতিমধ্যেই টানা দুই ম্যাচে হেরে গিয়েছে অজিরা। সব মিলিয়ে বিদেশের মাটিতে টানা ১০ ম্যাচে হারা হয়ে গেল তাদের।

আরও পড়ুন  ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলবেন না প্যাট কামিন্স

.