IND vs AUS: হ্যান্ডসকম্বের দুরন্ত সেঞ্চুরি, টার্নারের ঝোড়ো ইনিংসে মোহালিতে সিরিজ সমতা ফেরাল অস্ট্রেলিয়া
অ্যাস্টন টার্নারের ঝোড়ো ব্যাটিং মোহালিতে টার্নিং পয়েন্ট হয়ে গেল।
নিজস্ব প্রতিবেদন : পিটার হ্যান্ডসকম্বের প্রথম ওডিআই সেঞ্চুরি সঙ্গে উসমান খোয়াজার ৯১ রান। আর শেষ দিকে অ্যাস্টন টার্নারের ঝোড়ো ইনিংসে ভর করে মোহালিতে দুর্গরক্ষা অজিদের। ভারতের ৩৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ৫ উইকেটে ভারতকে হারিয়ে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে সমতা ফেরাল অজিরা।
রবিবার চতুর্থ একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপের ড্রেস রিহার্সালে প্রত্যাশামতোই দলে একাধিক পরিবর্তন হল। বিশ্রামে এমএস ধোনি তাই প্রথম একাদশে ঋষভ পন্থ। আম্বাতি রায়াডুর জায়গায় এলেন কেএল রাহুল। মহম্মদ শামির বদলে ভুবনেশ্বর কুমার আর রবীন্দ্র জাদেজার পরিবর্তে যুজবেন্দ্র চাহল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ ম্যাচে এসে বড় রানের পার্টনারশিপ গড়লেন দুই ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। ১৯৩ রানের পার্টনারশিপ গড়লেন দুজনে। একদিনের ক্রিকেটে ১৫টি সেঞ্চুরি পার্টনারশিপ হয়ে গেল শিখর-রোহিত জুটির। আর অজিদের বিরুদ্ধে পাঁচ নম্বর সেঞ্চুরি জুটি দুই ভারতীয় তারকার। রোহিত ৯৫ রানে আউট হলেও শিখর ধাওয়ান করলেন ১৪৩ রান। ১১৫ বলে ১৮টি চার ও ৩টি ছক্কায় সাজানো শিখরের ইনিংস। একদিনের ক্রিকেটে কেরিয়ারের ১৬ তম সেঞ্চুরিটি এদিন করেন ধাওয়ান। সুযোগ পেলেও বড় রান করতে পারলেন না কেএল রাহুল। ২৬ রানে আউট হলেন তিনি। আগের দুটো ম্যাচে সেঞ্চুরি করলেও এদিন মাত্র ৭ রানে আউট হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ঝোড়ো শুরু করেও ৩৬(২৪)রানে সাজঘরে ফিরলেন ঋষভ। কেদার যাদব ১০ আর বিজয় শঙ্কর ২৬(১৫) রান করেন। ইনিংসের শেষ বলে বুমরাহর ছক্কায় শেষ পর্যন্ত ভারত ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান তোলে। অস্ট্রেলিয়ার হয়ে ৫টি উইকেট নেন প্যাট কামিন্স। ৩টি উইকেট নেন জেই রিচার্ডসন। আর একটি উইকেট নেন অ্যাডাম জাম্পা।
Australia pull off their biggest ODI chase to level the series in Mohali!
Ashton Turner finishes it superbly with 84 off 43 balls after Handscomb (117) and Khawaja (91) set up a fantastic pursuit. Australia win by four wickets! #INDvAUS scorecard https://t.co/X4QGtIjbn2 pic.twitter.com/OnUn4p3DZD
— ICC (@ICC) March 10, 2019
৩৫৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে শূন্য রানে ফিরলেন অ্যারোন ফিঞ্চ।শন মার্শকেও দ্রুত প্যাভিলিয়নের পথ দেখালেন জশপ্রীত বুমরাহ। এরপর মোহালির বাইশ গজে উসমান খোয়াজা ও পিটার হ্যান্ডসকম্ব জুটির দাপট। ১৯২ রানের পার্টনারশিপ অস্ট্রেলিয়াকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়। ৯১ রান করে আউট হন খোয়াজা। আর কেরিয়ারের প্রথম ওডিআই সে়ঞ্চুরি করে ফেললেন পিটার হ্যান্ডসকম্ব। ১০৫ বলে ১১৭ রান করলেন তিনি। ম্যাক্সওয়েলকে(২৩) দ্রুত ফেরালেন কুলদীপ। কিন্তু অ্যাস্টন টার্নারের ঝোড়ো ব্যাটিং মোহালিতে টার্নিং পয়েন্ট হয়ে গেল। ৪২ বলে ৮২ রানে অপরাজিত থেকে গেলেন টার্নার। ১৩ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। ভারতের হয়ে বুমরাহ ৩টি উইকেট নিলেন। মোহালিতে চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া।
আরও পড়ুন - দেখুন ভিডিয়ো,পাকিস্তান সুপার লিগের প্রচারে 'পিএসএল'-কে 'আইপিএল' বললেন উমর আকমল!