এবার মেসির সমর্থনে অনলাইনে ক্যাম্পেন শুরু করলেন বার্সেলোনার মানুষ

 কয়েকদিন আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার পর লিওনেল মেসির জন্য রাস্তায় নেমেছিলেন আর্জেন্টিনার মানুষ। পথে নেমে মেসিকে অবসর ভেঙে ফিরে আসার আবেদন করেছিলেন সেদেশের মানুষ। এবার মেসির সমর্থনে অনলাইনে একটি ক্যাম্পেন শুরু করলেন বার্সেলোনার মানুষ। ক্যাম্পেনের নাম উই-আর-অল-লিও-মেসি। কর ফাঁকির মামলায় মেসি এবং তাঁর বাবাকে একুশ মাস হাজতবাসের শাস্তির নির্দেশ দিয়েছিল বার্সেলোনার আদালত।

Updated By: Jul 10, 2016, 10:11 PM IST
এবার মেসির সমর্থনে অনলাইনে ক্যাম্পেন শুরু করলেন বার্সেলোনার মানুষ

ওয়েব ডেস্ক:  কয়েকদিন আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার পর লিওনেল মেসির জন্য রাস্তায় নেমেছিলেন আর্জেন্টিনার মানুষ। পথে নেমে মেসিকে অবসর ভেঙে ফিরে আসার আবেদন করেছিলেন সেদেশের মানুষ। এবার মেসির সমর্থনে অনলাইনে একটি ক্যাম্পেন শুরু করলেন বার্সেলোনার মানুষ। ক্যাম্পেনের নাম উই-আর-অল-লিও-মেসি। কর ফাঁকির মামলায় মেসি এবং তাঁর বাবাকে একুশ মাস হাজতবাসের শাস্তির নির্দেশ দিয়েছিল বার্সেলোনার আদালত।

আরও পড়ুন ভারতের ফুটবলওয়ালার বিদায়

সোশাল নেটওয়ার্কিং সাইটে মেসিকে সমর্থন জানানোর জন্য ক্যাম্পেন শুরু করেছেন মেসি ভক্তরা। তাতে শেষ পর্যন্ত কাজ কতটা হবে কে জানে। তবে, লিওনেল মেসি নিশ্চয়ই তাঁর ভক্তদের জন্য মানসিক জোর পাবেন।

আরও পড়ুন  গাভাসকরের জন্মদিনে এই ৫ টা তথ্য না জানলে আপনার ক্রিকেটটাই জানা হবে না!

.