INDvsSA: অধিনায়ক Virat Kohli, টেস্ট সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা BCCI-র

টেস্ট টিমে সহ অধিনায়ক পেলেন রোহিত শর্মা।

Updated By: Dec 8, 2021, 08:32 PM IST
INDvsSA:  অধিনায়ক Virat Kohli, টেস্ট সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা BCCI-র

নিজস্ব প্রতিবেদন: জল্পনা চলছিলই। টি-টোয়েন্টির পর ওয়ান-ডে-তেও টিম ইন্ডিয়ার অধিনায়ক হলেন রোহিত শর্মা। সঙ্গে টেস্ট দলের সহ-অধিনায়কত্বও। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের জন্য বিরাট কোহলির ১৮ জনের দলও ঘোষণা করল BCCI।

একনজরে ভারতীয় দল
------
বিরাট কোহলি (অধিনায়ক) 
রোহিত শর্মা (সহ অধিনায়ক) 
ময়ঙ্ক আগরওয়াল 
চেতেশ্বর পূজারা 
অজিঙ্কা রাহানে 
শ্রেয়স আইয়ার 
হনুমা বিহারী 
ঋষভ পন্ত (উইকেটকিপার) 
ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার)
রবিচন্দ্রন অশ্বিন
জয়ন্ত যাদব 
ইশান্ত শর্মা 
মহম্মদ শামি 
উমেশ যাদব 
জসপ্রীত বুমরাহ 
শার্দুল ঠাকুর এবং মহম্মদ সিরাজ

 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে চোটের কারণে খেলতে পারবেন না রবীন্দ্র জাদেজা, শুভমন গিল, অক্ষর প্যাটেল এবং রাহুল চাহার। আর খারাপ ফর্মের জন্য টেস্ট দলের সহ-অধিনায়ত্ব খোয়ালেন অজিঙ্গা রাহানে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)