আইপিএল`এ স্পট-ফিক্সিং, আজীবন নির্বাসনে সুধীন্দ্র
মধ্যপ্রদেশের তরুণ পেসার টি পি সুধীন্দ্রকে আজীবন নির্বাসিত করল বিসিসিআই। পাঁচ বছরের জন্য নির্বাসিত হল সলভ শ্রীবাস্তব। ম্যাচ গড়াপেটার অভিযোগে প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের নেতৃত্বে বিসিসিআইয়ের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মধ্যপ্রদেশের তরুণ পেসার টি পি সুধীন্দ্রকে আজীবন নির্বাসিত করল বিসিসিআই। পাঁচ বছরের জন্য নির্বাসিত হল সলভ শ্রীবাস্তব। ম্যাচ গড়াপেটার অভিযোগে প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের নেতৃত্বে বিসিসিআইয়ের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনীশ মিশ্র, অমিত যাদব ও আভিনব বালিকেও এক বছরের নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এই কমিটি।
বোর্ডের দুর্নীতি দমন ইউনিটের প্রধানরবি সওয়ানির রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেই বিসিসিআই।
চলতি বছর আইপিএল চলাকালীন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্টিং অপেরেশনে স্পট ফিক্সিং, ফ্রাঞ্চাইজিদের সঙ্গে নিয়ম বহির্ভূত আর্থিক লেনদেনের মতো বেশ কিছু অস্বচ্ছতা সামনে আসে। এই অভিযোগের ভিত্তিতে বোর্ডের সহ সভাপতি অরুণ জেটলি এবং নিরঞ্জন শাহ`এর প্যানেলের সামনে অভিযুক্ত এই পাঁচ ক্রিটেরার জবারদিহি করেন।
এই পাঁচ ক্রিকেটারকে সাসপেন্ড করার পাশাপাশি রবি সাওয়ানিকে বিষতটি তদন্তের নির্দেশ দিয়েছিল বোর্ড।