ডার্বির আগে ইস্টবেঙ্গলে ‘আগুন’, সোনি শঙ্কায় বাগান

 মেগা ম্যাচের আগেই তারকা কোচকে কাঠগড়ায় তুলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Updated By: Dec 13, 2018, 04:05 PM IST
ডার্বির আগে ইস্টবেঙ্গলে ‘আগুন’, সোনি শঙ্কায় বাগান

 

নিজস্ব প্রতিবেদন: ডার্বির আগে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচকে তুলোধনা করলেন লাল-হলুদের ঘরের ছেলে ভাস্কর গাঙ্গুলি। রবিবার প্রথমবার বড়ম্যাচে যুবভারতীর রিজার্ভ বেঞ্চে বসবেন আলেসান্দ্রো। এনরিকে নেই। খেলতে পারবেন না টনি ডোভালে। তিন ম্যাচে হারের পর সবে গত ম্যাচে জয়ের মুখ দেখেছে লাল-হলুদ। তাও দলের খেলায় মন ভরেনি। তাই বলাই যায় ডার্বি অ্যাসিড টেস্ট হতে চলেছে হাইপ্রোফাইল কোচের। তবে মেগা ম্যাচের আগেই তারকা কোচকে কাঠগড়ায় তুলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন- ইডেনে লক্ষ্মণের ২৮১ রানের ইনিংস বাঁচিয়ে দিয়েছিল আমার কেরিয়ার, বললেন সৌরভ

গোকুলাম ম্যাচে বিশ্বকাপার জনি আকোস্তাকে বসিয়ে দিয়েছিলেন আলেসান্দ্রো। ডার্বিতেও তাঁর জায়গা হতে পারে রিজার্ভ বেঞ্চ। ভাস্কর গাঙ্গুলির মত প্রাক্তনও মনে করেন আকোস্তাকে না খেলানোই ভাল।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স লিগে একযোগে হার রোনাল্ডোর বর্তমান ও প্রাক্তন ক্লাবের

অন্যদিকে ডার্বির আগে সোনি নর্ডিকে নিয়ে আশা-আশঙ্কার দোলাচলে মোহনবাগান। বড়ম্যাচের আগে থাই মাসলের চোটে কাবু হাইতিয়ান তারকা। মোহনবাগান টিম ম্যানেজমেন্টের খবর রবিবার মেগা ম্যাচের কিছুটা সময় অন্তত খেলবেন তিনি। তবে কতটা সময় খেলবেন তা বোঝা যাবে শুক্রবার অথবা শনিবার। কেননা শুক্রবারই হয়ত বল নিয়ে অনুশীলন শুরু করবেন তিনি। গত মরসুম থেকে শিক্ষা নিচ্ছে মোহনবাগান। তাই দলের সেরা তারকাকে নিয়ে অহেতুক ঝুঁকির রাস্তায় হাঁটতে চাইছে না তারা। কেননা এখনও আই লিগের বেশিরভাগটাই বাকি। ক্লাব সূত্রের খবর শুক্রবারের মধ্যে সোনির থাই মাসলের চোট অনেকটাই সেরে যেতে পারে। সোনি নিজেও বড়ম্যাচে মাঠে নামতে চেষ্টার কসুর করছেন না।

.