বিশ্বকাপে বোল্টের বাজি মেসির আর্জেন্টিনা

এবারের বিশ্বকাপ ফাইনালে উঠবে আর্জেন্টিনা

Updated By: Jun 15, 2018, 06:04 PM IST
বিশ্বকাপে বোল্টের বাজি মেসির আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদন : অ্যাথলেটিক্স ট্র্যাক থেকে অবসর নেওয়ার পর ফুটবলই এখন ধ্যানজ্ঞান জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্টের। রাশিয়া বিশ্বকাপে বোল্টের ফেভারিট দল আর্জেন্টিনা। আরও স্পষ্ট করে বললে, ফুটবলের যুবরাজ লিওনেল মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখতে চান বিদ্যুত্ বোল্ট।

আরও পড়ুন- বিশ্বকাপ জিততে বিশ্বজয়ীদের ভরসা বিয়ার!

আর্জেন্টিনার ভক্ত বোল্ট বলেন, "আর্জেন্টিনার বড় ভক্ত আমি। মেসি দুর্দান্ত খেলোয়াড়। তার হাতে এবারের বিশ্বকাপের ট্রফি দেখতে চাই ।" শনিবার বিশ্বকাপে অভিযান শুরু করছে গতবারের রানার্স দলটি। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ বিশ্বকাপে নবাগত আইসল্যান্ড। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ভালো ফল করবে, আশাবাদী বোল্ট।  

আরও পড়ুন- জন্মদিনে বিশ্বকাপ অভিষেক এই তারকার!

বোল্টের মতে, এবারের বিশ্বকাপ ফাইনালে উঠবে আর্জেন্টিনা। তাঁর নিজের দেশ না হলেও মেসির আর্জেন্টিনাকে 'আমরা' সম্বোধন করে বোল্ট বলেন, "যদি ভালো খেলতে পারলে আমাদের ভালো সুযোগ রয়েছে। আমার মনে হয় আর্জেন্টিনা এবারও ফাইনালে উঠবে এবং এবার বিশ্বকাপ জিতবে।"

.