বক্সিংয়ে বিতর্ক! কোচের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ আনলেন সরিতা দেবী
তাঁকে জোর করে হারানো হয়েছে বলে দাবি করেন অর্জুন পুরস্কার পাওয়া এই বক্সার।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় মহিলা বক্সিংয়ে ফের বিতর্ক। এবার সরাসরি গড়াপেটার অভিযোগ আনলেন তারকা বক্সার সরিতা দেবী। অলিম্পিক কোয়ালিফায়ারের ট্রায়ালে ৬০ কেজি বিভাগে সিমরনজিত কউরের সঙ্গে ম্যাচে ৮-২ ব্যবধানে হারতে হয় সরিতা দেবীকে। এরপরই গুরুতর অভিযোগ আনেন সরিতা দেবী।
Boxer Sarita Devi alleges fixing of final bout in Olympics Qualifiers trials
Read @ANI story | https://t.co/P9MQG7JdwA pic.twitter.com/kOvA6tuGsF
— ANI Digital (@ani_digital) December 30, 2019
তাঁকে জোর করে হারানো হয়েছে বলে দাবি করেন অর্জুন পুরস্কার পাওয়া এই বক্সার। জাতীয় বক্সিং সংস্থার সভাপতিকে চিঠিও লেখেন সরিতা দেবী।সরিতা দেবীর দাবি বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর,বিদেশি কোচ রাফায়েল আর ছোটে লাল যাদব দল বেঁধে জোর করে হারিয়েছেন তাঁকে।
আরও পড়ুন- দিল্লির ক্রিকেট সংস্থার সভাপতি গৌতম গম্ভীর!