চ্যাম্পিয়ন্স লিগে বর্ণবিদ্বেষের অভিযোগ রেফারির বিরুদ্ধে; প্রতিবাদে মাঠ ছাড়লেন নেইমাররা

রেফারির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান দুই দলের ফুটবলাররা। সবে ১৫ মিনিট খেলা হয়েছিল।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 9, 2020, 05:34 PM IST
 চ্যাম্পিয়ন্স লিগে বর্ণবিদ্বেষের অভিযোগ রেফারির বিরুদ্ধে; প্রতিবাদে মাঠ ছাড়লেন নেইমাররা
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন: NO TO RACISM-এই কথাটা ফুটবল মাঠের বরাবরই চোখে পড়ে। এরপরেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বর্ণবিদ্বেষের অভিযোগ। কোনও দর্শক বা ফুটবলার কিংবা কোচ বা সাপোর্ট স্টাফ নন, অভিযোগ রেফারির বিরুদ্ধে। আর তার জেরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ এইচ এর ম্যাচে পিএসজি এবং ইস্তানবুল বাসাকসেহির মধ্যে ম্যাচটি ভেস্তে গেল। রেফারির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান দুই দলের ফুটবলাররা। সবে ১৫ মিনিট খেলা হয়েছিল।

আরও পড়ুন -আর্জেন্টিনার নোটে এবার মারাদোনা; থাকবে 'হ্যান্ড অফ গড' গোলের ছবি  

জানা গিয়েছে বাসাকসেহিরের সহকারি কোচ পিয়েরে ওয়েবোকে লাল কার্ড দেখান রেফারি। তাঁর সঙ্গে চতুর্থ রেফারি সেবাস্তিয়ান কটেস্কুর কথা কাটাকাটি হয়। এমনকী উত্তপ্ত বাক্যবিনিয়ময়ও হয়। সেই সময় পিয়েরেকে বর্ণবিদ্বেষমূলক কথাবার্তা বলেন সেবাস্তিয়ান। এমনই অভিযোগ করেন পিয়েরে।

 

আর তারপরই প্রতিবাদের ঝড় ওঠে। সহকারি কোচকে বর্ণবিদ্বেষী আক্রমণ করায় প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যান দুই দলের ফুটবলাররা। বুধবার ১৫ মিনিট থেকে ফের খেলা শুরু হবে পিএসজি বনাম বাসাকসেহির ম্যাচ তবে নতুন রেফারিদের নিয়ে।

আরও পড়ুন - "যে কোনও দলের সম্পদ!" ক্যাপ্টেন কোহলির বিরাট সার্টিফিকেট পেলেন নটরাজন  

.