বৃষ্টি ভেজা কার্ডিফে ভুবনদের বোলিংয়ে কাঁদছে শ্রীলঙ্কা

সকাল থেকেই কার্ডিফে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। পরে দিকে বৃষ্টি থামলেও সূর্যের দেখা নেই, মাঠও বেশ ভিজে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। স্থানীয় আবহাওয়া দফতরের খবর অনুযায়ী আজ সারাদিনই বৃষ্টি হতে পারে। তাহলে অবশ্য ম্যাচ হওয়ার প্রশ্ন নেই। প্রতিযোগিতায় কোনও রিজার্ভ ডে-এর ব্যবস্থা নেই, তাই ফয়সালা আজই হবে। খেলা না হলে সুপার ওভার করার চেষ্টা হবে। দুটো দল এক ওভার করে। সেটাও সম্ভব না হলে গ্রুপ শীর্ষে থাকার সুবিধেয় ভারত ওভাল ফাইনালে চলে যাবে।

Updated By: Jun 20, 2013, 02:24 PM IST

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার লড়াইয়ের শুরুটা দারুণ করল ভারত। বৃষ্টি ভেজা কার্ডিফের পিচে ভারতীয় পেসাররা বেশ চাপে রেখেছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের। প্রথম ১৫ ওভারে লঙ্কার ব্যাটিংয়ের যা হাল তাতে শেষের দিকে খুব বেশি মার না খেলে রান ধোনিদের নিয়ন্ত্রণে থাকবে।
 দ্বিতীয় সেমিফাইনালে ভারত টসে জিতে বল করছে। ম্যাচের তৃতীয় ওভারেই আউট হয়ে যান শ্রীলঙ্কান ওপেনার কুসল পেরারা (৪)। উইকেটটি পান ভুবনেশ্বর কুমার। ইশান্ত শর্মা ১৫ ওভারের মাথায় আরও একটি উইকেট পান। থিরিমানকে ৭ রানে আউট করেন।

.