Cheteshwar Pujara: আইপিএলে দল না পেয়ে বিদেশে পাড়ি দিচ্ছেন চেতেশ্বর পূজারা
চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ফের কাউন্টি ক্রিকেটের রাস্তায় ফিরছেন। এবার খেলবেন সাসেক্সের (Sussex County Cricket Club) হয়ে।
নিজস্ব প্রতিবেদন: আসন্ন আইপিএলে (IPL 2022) কোনও দল পাননি ভারতীয় দলের সিনিয়র ব্যাটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। এবার সৌরাষ্ট্রের ৩৪ বছরের ব্যাটার এবার পাড়ি দিচ্ছেন ইংল্যান্ডে। সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের (Sussex County Cricket Club) সঙ্গে চুক্তিবদ্ধ হলেন পূজারা। এমনটাই বিবৃতি দিয়ে জানিয়েছে সাসেক্স।
ঘটনাচক্রে অজি ব্যাটার ট্রাভিস হেড (Travis Head) সাসেক্সকে অনুরোধ করেছিলেন তাঁকে ছেড়ে দেওয়ার জন্য়। কারণ ট্রাভিসের আন্তর্জাতিক দায়বদ্ধতা বাড়ছে। এর পাশাপাশি ট্রাভিসের পার্টনার সন্তান সম্ভবা। তাঁরা প্রথম সন্তানের জন্মের অপেক্ষায়। পূজারাকে সাসেক্সে খেলবেন ট্রাভিসের পরিবর্ত হিসাবে। আগামী ২ অগাস্ট থেকে শুরু হবে রয়্যাল ওয়ানডে কাপ (Royal One-Day Cup)। সেই টুর্নামেন্টে খেলবেন পূজারা। সাসেক্স জানিয়েছে যে, পূজারা আরএল ফিফটি প্রতিযোগিতার শেষ পর্যন্ত থাকবেন। পূজারার পাশাপাশি অস্ট্রেলিয়ার জোশ ফিলিপ (Josh Philippe) সাসেক্সে এসেছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) পরিবর্তে।
@SussexCCC) March 10, 2022
ইংল্যান্ডে নয়া ইনিংস শুরু করতে মুখিয়ে আছেন পূজারা। সাসেক্সে যোগ দিয়ে তিনি বলেন, "আসন্ন মরশুমে আমি সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলব। এই ক্লাবের অংশ হতে পেরে রোমাঞ্চিত ও সম্মানিত। সাসেক্স পরিবারের সঙ্গে যোগ দেওয়ার জন্য় মুখিয়ে আছি। এই ক্লাবের ক্রিকেটীয় ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। ইংল্যান্ডে বিগত বছরে কাউন্টি খেলা আমি উপভোগ করেছি। নতুন অধ্যায় শুরু করতে তর সইছে না। আশা করি ক্লাবের সাফল্য়ে অবদান রাখতে পারব।"
(@cheteshwar1) March 10, 2022
পূজারা অতীতে ডার্বিশায়ার, (Derbyshire), নটিংহ্যামশায়ার (Nottinghamshire) ও ইয়র্কশায়ারে (Yorkshire) মতো বিখ্যাত কাউন্টি ক্লাবগুলিতে খেলেছেন। পূজারা ভারতের হয়ে টেস্টে ধারাবাহিক ব্যর্থতার সম্মুখীন হয়েছেন। যার ফলে নির্বাচকরা তাঁকে বাদ দিয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি দুই ম্যাচের টেস্ট সিরিজের দল বেছে নিয়েছেন।
আরও পড়ুন: Ravichandran Ashwin বাকরুদ্ধ! জানেন না কী বলবেন Rohit Sharma-কে!
আরও পড়ুন: PAK vs AUS: হাঁটতে-হাঁটতে সুইমিং পুলে পড়ে গেলেন ক্রিকেটার! ভিডিও দেখলে হাসি থামবে না