করোনার টিকা পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ ক্রিস গেইলের
গত সপ্তাহেই ভ্যাকসিন মৈত্রীর অংশ হিসেবে জামাইকাতে ৫০,০০০ টিকার ডোজ পাঠানো হয়েছে ভারতের তরফ থেকে।
নিজস্ব প্রতিবেদন – তাঁর দেশে করোনার টিকা পাঠানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন ইউনিভার্স বস ক্রিস গেইল। গত সপ্তাহেই ভ্যাকসিন মৈত্রীর অংশ হিসেবে জামাইকাতে ৫০,০০০ টিকার ডোজ পাঠানো হয়েছে ভারতের তরফ থেকে।
করোনা মহামারিকে হারানোর জন্য ভারতে তৈরী টিকা পাঠানো হয়েছে জামাইকাতে। তবে ক্রিস গেইলই প্রথম নন, এর আগে কলকাতা নাইট রাইডার্সের তারকা আন্দ্রে রাসেলও টিকা পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
টুইটারে ইন্ডিয়া ইন জামাইকা হ্যান্ডলে ভিডিও পোস্ট করে গেইল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী মোদী, সমগ্র ভারতবাসী ও ভারত সরকারকে জামাইকাতে করোনার টিকা পাঠানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমি খুব শীঘ্রই ভারতে আসব, আবারও ধন্যবাদ।”
Legendary Jamaican & WI Cricketer @henrygayle thanks PM @narendramodi, the People and Government of #India for the gift of #MadeInIndia Vaccine to #Jamaica#VaccineMaitri @PMOIndia @DrSJaishankar @MEAIndia @IndianDiplomacy pic.twitter.com/fLBbhF5zTY
— India in Jamaica (@hcikingston) March 19, 2021
এছাড়াও জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেসও বিশেষ ধন্যবাদ দেন প্রধানমন্ত্রীকে। তিনি টুইট করে ৫০,০০০ ডোজ পাওয়ার বিষয়টিকে মান্যতা দেন এবং একইসঙ্গে ভারতবাসীদেরও তিনি ধন্যবাদ জানান।
I am extremely pleased to report that yesterday afternoon, we received our first shipment of 50,000 doses of the AstraZeneca vaccine donated by the Government of India. We express our deep appreciation to the Government and people of India for this very much needed support. pic.twitter.com/vUhB55OfMO
— Andrew Holness (@AndrewHolnessJM) March 9, 2021