Copa America: পাপু-মারিয়া-মেসি ম্যাজিক! Paraguay-কে হারিয়ে কোপার শেষ আটে Argentina

দেশের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে হাভিয়ার মাসচেরানেকে পার করলেন মেসি

Updated By: Jun 22, 2021, 09:09 AM IST
Copa America: পাপু-মারিয়া-মেসি ম্যাজিক! Paraguay-কে হারিয়ে কোপার শেষ আটে Argentina

নিজস্ব প্রতিবেদন: টানা তিন ড্রয়ের পর উরুগুয়েকে হারিয়ে জয়ের মুখ দেখেছিল আর্জেন্টিনা (Argentina)। জয়ের ধারা বজায় রেখেই এবার গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়েকে (Paraguay) ১-০ গোলে হারাল লিওনেল স্কালোনির দল। সাম্প্রতিক ইতিহাসে ২০১৫ সালের পর ৪ বার প্যারাগুয়ের সম্মুখীন হলেও জয় পায়নি আর্জেন্টিনা। তবে এদিনের ম্যাচে তা ইতিহাস হয়ে গেল। আর শুধু তাই নয়, কোপা আমেরিকার (Copa America) কোয়ার্টার ফাইনালে (Quarter Final) তথা শেষ আটে জায়গা নিশ্চিত করে ফেলল আর্জেন্টিনা।

মঙ্গলবার ভারতীয় সময়ে ভোরবেলা টানটান ম্যাচে প্রথম থেকেই আত্মবিশ্বাসী দেখা গিয়েছে মেসিদের (Messi)। প্যারাগুয়ের উপর চেপে বসেছিল মেসিরা। ম্যাচের ৮ মিনিটে সুবর্ণ সুযোগ মিস করেন আগুয়েরো। প্যারাগুয়ের খেলোয়াড়দের ভুলে বক্সের ভেতরে বল পেয়ে গিয়েছিলেন আগুয়েরো। গোলকিপারকে একা পেয়েও তিনি বল মেরে দেন পোস্টের ওপর! যদিও ১০ মিনিটেই প্রথম গোল হয় আর্জেন্টিনার। 

আরও পড়ুন: Indian Grand Prix 4: Tokyo Olympics এ যাওয়ার যোগ্যতা অর্জন করলেন শটপাটার Tajinderpal
আরও পড়ুন: UEFA EURO 2020: নকআউটে চলে গেল Austria, অন্য গ্রুপের দিকে তাকিয়ে থাকবে Ukraine

মিডফিল্ড থেকে বল নিয়ে মেসি পাস দেন মারিয়াকে। কিপারের মাথার উপর দিয়ে থ্রু বল পেয়েই জালে বল জড়ান পাপু গোমেজ। ১৮ মিনিটের মাথায় মেসির ফ্রি কিক গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। প্যারাগুয়ের উপর আক্রমণের ধারা বজায় রাখে মেসিবাহিনী। প্রথমার্ধের শেষে আর্জেন্টিনা ফের গোলের সুযোগ পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। 

দ্বিতীয়ার্ধে রণনীতি অবলম্বন করলেও তেমন সুবিধা করতে পারেনি প্যারাগুয়ে। শেষ ১৫ মিনিটে রোমেরো, আলমিরনরা বেশ কয়ে কবার আক্রমণ শানাতে চেষ্টা করলেও আর্জেন্টিনার কৌশলে তা ব্যর্থ হয়েছে। এদিকে, দেশের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে হাভিয়ার মাসচেরানেকে পার করলেন মেসি। আকাশি-নীল জার্সিতে প্যারাগুয়ের সঙ্গে ২৬ তম খেলায় রেকর্ড গড়লেন মেসি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.