রোনাল্ডো ও জর্জিনার হলিডেতে কবাব মে হাড্ডি স্পেনের কাস্টমস আধিকারিকরা

ছুটি কাটাতে গিয়েও শান্তি নেই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনার হলিডেতে কবাব মে হাড্ডি স্পেনের কাস্টমস আধিকারিকরা। বর্তমানে বালেরিক দ্বীপে ছুটি কাটাচ্ছেন সিআর সেভেন। মঙ্গলবার জর্জিনার সঙ্গে একটি প্রমোদতরীতে ছিলেন তিনি। আচমকাই সেখানে এসে উপস্থিত হন স্পেনের কাস্টমস কর্তারা। গোটা ইয়ট ঘুরে দেখেন তাঁরা।

Updated By: Jul 14, 2017, 09:39 AM IST
রোনাল্ডো ও জর্জিনার হলিডেতে কবাব মে হাড্ডি স্পেনের কাস্টমস আধিকারিকরা

ওয়েব ডেস্ক: ছুটি কাটাতে গিয়েও শান্তি নেই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনার হলিডেতে কবাব মে হাড্ডি স্পেনের কাস্টমস আধিকারিকরা। বর্তমানে বালেরিক দ্বীপে ছুটি কাটাচ্ছেন সিআর সেভেন। মঙ্গলবার জর্জিনার সঙ্গে একটি প্রমোদতরীতে ছিলেন তিনি। আচমকাই সেখানে এসে উপস্থিত হন স্পেনের কাস্টমস কর্তারা। গোটা ইয়ট ঘুরে দেখেন তাঁরা।

আরও পড়ুন আগামী বিশকাপে মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিংয়ের জায়গা কি নিশ্চিত?

দুহাজার এগারো থেকে দুহাজার চোদ্দ সাল পর্যন্ত আয় গোপন করার গুরুতর অভিযোগ রয়েছে রোনাল্ডোর বিরুদ্ধে। চলতি মাসের শেষের দিকে কর ফাঁকি মামলায় কোর্টে শুনানিতে হাজির হতে হবে রোনাল্ডোকে। ইয়টে স্পেনের কাস্টমস কর্তাদের হানাকে কর ফাঁকি ইস্যুর সঙ্গেই জুড়ে দেখা হচ্ছে। অবশ্য কাস্টমস কর্তারা এটাকে রুটিন চেকআপ বলে এড়িয়ে গিয়েছেন।

আরও পড়ুন  সুপ্রিম কোর্টে কাছে নিঃশর্তে ক্ষমা চাইলেন প্রাক্তন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর

.