Cristiano Ronaldo vs Lionel Messi: মেসির নামে চিৎকার, মেজাজ হারিয়ে ফের বিতর্কে রোনাল্ডো! দেখুন ভাইরাল ভিডিয়ো

মেসির নামে চিৎকার শুনে রোনাল্ডো মেজাজ হারান। তাঁকে দেখে মনে হবে না তিনি রেগে গিয়েছেন। কিন্তু আচমকা দেখা যায় পুরুষাঙ্গ দেখিয়ে তিনি সমর্থকদের বিদ্রুপ করছেন।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 19, 2023, 06:20 PM IST
Cristiano Ronaldo vs Lionel Messi: মেসির নামে চিৎকার, মেজাজ হারিয়ে ফের বিতর্কে রোনাল্ডো! দেখুন ভাইরাল ভিডিয়ো
মেসির নাম শুনলেই রেগে যাচ্ছেন রোনাল্ডো।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও বিতর্ক পাশাপাশি হাঁটে। সৌদি আরবে (Saudi Arabia) ফের বিতর্কে জড়ালেন 'সি আর সেভেন' (CR 7)। খেলা ছিল রোনাল্ডোর ক্লাব আল নাসেরের (Al Nassr FC) সঙ্গে আল হিলালের (Al Hilal FC)। এই দুটি চিরপ্রতিপক্ষ ক্লাব। ম্যাচ শুরুর আগে লিওনেল মেসির (Lionel Messi) নামে গ্যালারি থেকে জয়ধ্বনি দিতে থাকেন আল হিলালের সমর্থকরা। এই ক্লাবের হয়েই খেলার কথা রয়েছে মেসির। সৌদির এই ক্লাব বড় অঙ্কের প্রস্তাবও দিয়ে রেখেছে।

মেসির নামে চিৎকার শুনে রোনাল্ডো মেজাজ হারান। তাঁকে দেখে মনে হবে না তিনি রেগে গিয়েছেন। কিন্তু আচমকা দেখা যায় পুরুষাঙ্গ দেখিয়ে তিনি সমর্থকদের বিদ্রুপ করছেন। এই ঘটনায় বেশ সাড়া পড়ে গিয়েছে।

আরও পড়ুন: Cristiano Ronaldo Wrestling Controversy: ৯০ মিনিটের যুদ্ধে বিপক্ষের সঙ্গে WWE খেলে ফের বিতর্কে রোনাল্ডো! দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: '800', Muttiah Muralitharan Biopic: সামনে এল মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের পোস্টার, স্পিন লেজেন্ডের চরিত্রে কে?

ম্যাচে রোনাল্ডোর ক্লাব আল নাসের ২-০ গোলে হেরে গিয়েছে। রোনাল্ডো ম্যাচে তেমন সুবিধে করতে পারেননি। এর আগেও মেসি নিয়ে সমর্থকদের আবেগকে ভালরকম নেননি পর্তুগিজ তারকা।  

এদিকে গোলের একাধিক সুযোগ পেলেও ব্যর্থ হয়েছেন 'সি আর সেভেন'। বরং মাঠের মধ্যে তাঁকে রেসলিং করতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিয়ো ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি। তখন ম্যাচের বয়স ৫৬ মিনিট। পিছন থেকে গুস্তাভো কুয়েলারর (Gustavo Cuellar) গলা জড়িয়ে তাঁকে হেডে মাঠে নামাতে দেখা যায় পর্তুগিজ স্ট্রাইকারকে। অর্থাৎ একেবারে কুস্তির (Cristiano Ronaldo Wrestling Controversy) কায়দায় বিপক্ষ তারকাকে মাটিতে ফেলে দেন তিনি। আর সেই অপরাধেই রেফারি মাইকেল অলিভার (Michael Oliver) হলুদ কার্ড দেখান রোনাল্ডোকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.