বিদেশের মাটিতে ব্যর্থতাই অবসরের সিদ্ধান্ত!!!

ধোনি টেস্ট ক্রিকেটে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন। ঠিক এইসময় ধোনির কেরিয়ারে কতটা সঠিক সিদ্ধান্ত এনিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। বিশ্বকাপের আগে ধোনির কেরিয়ারে বড় ধাক্কা একথা নিঃসন্দেহে বলা যায়। তবে গত একবছর ধরে বিভিন্ন বিতর্কে ধোনির নাম জড়িয়েছে। আইপিএল স্পট ফিক্সিং থেকে বিদেশের মাটিতে ধোনির অধিনায়কত্ব এইসব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ক্যাপ্টেন কুলকে। সম্প্রতি প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও আঙুল তোলেন টেস্ট পারফরমেন্স নিয়ে। তবে এখন প্রশ্ন বিরাট কোহলি এই জায়গাটা কতটা পূরণ করতে পারে।

Updated By: Dec 30, 2014, 04:18 PM IST
বিদেশের মাটিতে ব্যর্থতাই অবসরের সিদ্ধান্ত!!!

 ওয়েব ডেস্ক: ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন। ঠিক এইসময় ধোনির কেরিয়ারে কতটা সঠিক সিদ্ধান্ত এনিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। বিশ্বকাপের আগে ধোনির কেরিয়ারে বড় ধাক্কা একথা নিঃসন্দেহে বলা যায়। তবে গত একবছর ধরে বিভিন্ন বিতর্কে ধোনির নাম জড়িয়েছে। আইপিএল স্পট ফিক্সিং থেকে বিদেশের মাটিতে ধোনির অধিনায়কত্ব এইসব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ক্যাপ্টেন কুলকে। সম্প্রতি প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও আঙুল তোলেন টেস্ট পারফরমেন্স নিয়ে। তবে এখন প্রশ্ন বিরাট কোহলি এই জায়গাটা কতটা পূরণ করতে পারে।

 

নিচে দেওয়া হল মহেন্দ্র সিং ধোনির টেস্ট অধিনায়কত্ব তালিকা

Venue Span Matches Won Lost Tied Draw
ঘরে ২০০৮ থেকে ২০১৩ ৩০ ২১
বিদেশে ২০০৯ থেকে ২০১৪ ৩০ ১৫
মোট ২০০৮ থেকে ২০১৪ ৬০ ২৭ ১৮ ১৪

 

Test Innings Run Avg HS 100 50
৯০ ১৪৪ ৪৮৭৬ ৩৮.০৯ ২২৪ ৩৩
             

 

.