Durand Cup 2022: কেন ফুটবলপ্রেমী দিবসে মর্যাদার কলকাতা ডার্বি? জেনে নিন আসল কারণ
রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস অনুষ্ঠানের ফ্ল্যাগ অফ করেন। কলকাতা ছাড়াও ডুরান্ডের ম্যাচ হবে গুয়াহাটি আর ইম্ফলেও। যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচ আর ফাইনাল। কলকাতার কিশোর ভারতী স্টেডিয়াম ও নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামেও হবে ডুরান্ডের ম্যাচ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৬ অগাস্ট, ১৯৮০। ভারতীয় ফুটবলের (Indian Football) ইতিহাসে এক কালো দিন। সে দিন কলকাতা ডার্বি (Kolkata Derby) দেখতে গিয়ে অকালে ঝরে গিয়েছিল ১৬টি তাজা প্রাণ। ইডেন গার্ডেন্সের (Eden Gardens) পাঁচ নম্বর গেটের সামনে গেলেই দেখতে পাবেন এই স্মৃতিফলক। এখানে জ্বলজ্বল করছে ১৬জনের নাম। এই ফুটবলপ্রেমীদের মনে রেখে কলকাতা ময়দানে পালিত হয় ফুটবলপ্রেমী দিবস হিসেবে। বাংলার ফুটবলের এ এক শোকের দিন।
এ বার ১৬ অগাস্টেই কলকাতায় শুরু হচ্ছে ডুরান্ড কাপ (Durand Cup 2022)। তাও আবার কলকাতা ডার্বি দিয়ে। মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) বনাম ইস্টবেঙ্গল (East Bengal)। মঙ্গলবারেই ফোর্ট উইলিয়ামে উন্মোচন হল ডুরান্ড কাপের। সেখানেই সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কে কে রেপসওয়াল বলেন, "বাংলার ফুটবলে ১৬ অগাস্ট দিনটির মাহাত্ম্য সম্পর্কে আমরা অবহিত। যে হেতু ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস, তাই জেনে বুঝেই, ১৬ অগাস্ট ডার্বি দিয়ে ডুরান্ড কাপ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দিনটির কথা স্মরণে রেখে খেলার আগে দু'মিনিট নীরবতা পালনও করা হবে। এমনকি সেই ১৬টি পরিবারর সদস্যদের সংবর্ধনা জানানো হবে।"
উদ্দেশ্য, ফুটবল মাঠে দাঙ্গা নয়। সৌভ্রাতৃত্ব বজায় রাখার বার্তা দেওয়া। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনিও জানান, "৪২ বছর আগের ১৬ আগস্টে খেলা দেখতে গিয়ে নিহত পরিবারের সদস্যদের এই ডার্বিতে মাঠে আনার পরিকল্পনা রয়েছে। তাঁদের মাধ্যমেই ফুটবল মাঠে সমর্থকদের মধ্যে শান্তি বজায় রাখার বার্তা দিতে চাই। এমনকি মাঠে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রীও। যদিও সে ব্যাপারে এখনও নিশ্চয়তা মেলেনি।"
রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস অনুষ্ঠানের ফ্ল্যাগ অফ করেন। কলকাতা ছাড়াও ডুরান্ডের ম্যাচ হবে গুয়াহাটি আর ইম্ফলেও। যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচ আর ফাইনাল। কলকাতার কিশোর ভারতী স্টেডিয়াম ও নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামেও হবে ডুরান্ডের ম্যাচ। যুবভারতীতে হবে ডুরান্ড কাপের ১০টি ম্যাচ। ১৬ অগাস্টে ইস্টবেঙ্গল-মোহনবাগান বড় ম্যাচ দিয়ে যার আনুষ্ঠানিক সূচনা। ইস্টবেঙ্গল, মোহনবাগান ছাড়াও ওই গ্রুপে আছে মুম্বই সিটি এফসি, রাজস্থান ইউনাইটেড, ইন্ডিয়ান নেভি।
আরও পড়ুন: করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা দেবী
আরও পড়ুন: Virat Kohli | Sunil Gavaskar: বিরাটের থেকে ২০ মিনিট চাইলেন সুনীল গাভাসকর