ISL 2022-23, EBFC v OFC: ২ গোল এগিয়ে থেকে ৪ গোল হজম! ঘরের মাঠে ফের হার ইস্টবেঙ্গলের

ঘরের মাঠে জয় এখনও অধরা ইস্টবেঙ্গলের। ৭ ম্যাচে ৬ পয়েন্টেই থাকল লাল-হলুদ ব্রিগেড।

Updated By: Nov 19, 2022, 12:03 AM IST
ISL 2022-23, EBFC v OFC: ২ গোল এগিয়ে থেকে ৪ গোল হজম! ঘরের মাঠে ফের হার ইস্টবেঙ্গলের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাওয়ে ম্যাচ জেতার পর ঘরের মাঠে ফের হার। যুবভারতীতে ওড়িশা এফসির বিরুদ্ধে ২ গোল এগিয়ে থেকে ৪ গোল হজম করল ইস্টবেঙ্গল! ৭ ম্যাচে ৬ পয়েন্টেই থাকল লাল-হলুদ ব্রিগেড।

ডার্বি-সহ পর পর বেশ কয়েকটি ম্যাচে হার। চলতি আইএসএলে এবার কি ঘুরে দাঁড়াবে প্রিয় দল? আশায় বুক বেঁধেছিলেন লাল-হলুদ সমর্থকরা। কিন্তু ইস্টবেঙ্গল আছে ইস্টবেঙ্গলেই! যুবভারতীতে এবার মশাল নিভিয়ে দিল ওড়িশা এফসি। অথচ এমনটা ঘটেছে চলেছে, তা বোঝা যায়নি ম্যাচের শুরুতে।

এর আগে, ওড়িশা এফসির কাছেই দু'বার ৬ গোল খেয়েছে ইস্টবেঙ্গল। এদিন ম্য়াচে শুরু থেকেই রীতিমতো  আক্রমণাত্মক ফুটবল খেলছিলেন লাল-হলুদ ফুটবলাররা। এমনকী, ২৩ মিনিটে প্রথম গোলও পেয়ে যান তাঁরা। ভিপি সুহেরের পাস থেকে গোল করেন হাওকিপ। কিছুক্ষণ ফের সুহের পাসের দ্বিতীয় গোল। এবার প্রতিপক্ষের জালে বল জড়ান নাওরেম মহেশ। 

 

বিরতিতে ইসাককে তুলে পেদ্রো মার্টিনকে নামান ওড়িশা কোচ জোসেপ গোম্বাউ। সেটাই ছিল মাস্টারস্ট্রোক। মাঠে নেমেই প্রথমবার বল ধরেই গোল করেন পেদ্রো। পরের মিনিটেই দ্বিতীয় গোলটিও তাঁরই। এরপর ওড়িশা হয়ে ম্য়াচে ৬৫ মিনিটে জেরি ও ৭৬ মিনিটে গোল করেন নন্দকুমার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.