UEFA Euro 2020: ‘গ্রুপ অব ডেথ’-এর মহারণে France vs Germany! কখন আর কোথায় দেখবেন এই ম্যাচ?

আজ বহু প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি ফ্রান্স ও জার্মানি। 

Updated By: Jun 15, 2021, 05:06 PM IST
UEFA Euro 2020: ‘গ্রুপ অব ডেথ’-এর মহারণে France vs Germany! কখন আর কোথায় দেখবেন এই ম্যাচ?

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ফুটবল ফ্যানেরা মঙ্গলবার অর্থাৎ আজ, রাত জাগবেনই জাগবেন। এই কথা এখনই লিখে দেওয়া যায়। কারণ ইউরো কাপের গ্রুপ পর্যায়ের এই ম্যাচের জন্যই অপেক্ষায় ছিলেন তাঁরা। এদিন থেকে শুরু হচ্ছে এফ গ্রুপের খেলা, এবারের 'গ্রুপ অব ডেথ'। জার্মানি, ফ্রান্স, পর্তুগাল এবং হাঙ্গেরি রয়েছে এই গ্রুপে। রাত সাড়ে ন'টায় গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল মুখোমুখি হবে হাঙ্গেরি। 

ঠিক এরপরেই বহু প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি ফ্রান্স ও জার্মানি। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ইউরো জয়ের হট ফেভারিট তকমা নিয়ে অভিযান শুরু করছে। অন্যদিকে ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মানও ইউরোপের অন্যতম শক্তিশালী দল। দিদিয়ের দেশঁ চাইবেন ফ্রান্সকে ইউরো দিতে। অন্যদিকে জোয়াকিচ লো-র জার্মানির হয়ে এটাই শেষ টুর্নামেন্ট। তিনি চাইবেন ডাই ম্যানশ্যাফটকে তাঁর কোচিংয়ে শেষ ট্রফিটা দিতে। এখনও অবধি ৩৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে এই দুই দেশ। তার মধ্যে ফ্রান্স জিতেছে ১৪ বার এবং জার্মান জিতেছে ১০ বার।

আরও পড়ুন: UEFA Euro 2020: সাংবাদিক বৈঠকে কোলার বোতল সরিয়ে বড় বার্তা দিলেন Cristiano Ronaldo

কবে ফ্রান্স বনাম জার্মানি ইউরো ২০২০-র ম্যাচ হবে?
১৫ জুন অনুষ্ঠিত হবে ফ্রান্স বনাম জার্মানি ইউরো ২০২০-র ম্যাচ।

কখন ফ্রান্স বনাম জার্মানি ইউরো ২০২০-র ম্যাচ হবে?
ভারতীয় সময় মঙ্গলবার রাত ১২টা ৩০ মিনিটে হবে ফ্রান্স বনাম জার্মানি ইউরো ২০২০-র ম্যাচ।

কোথায় ফ্রান্স বনাম জার্মানি ইউরো ২০২০-র ম্যাচ হবে?
মিউনিখের অ্যালায়েঞ্জ এরিনায় হবে  ফ্রান্স বনাম জার্মানি ইউরো ২০২০-র ম্যাচ।

কোন টিভি চ্যানেলে কোথায় ফ্রান্স বনাম জার্মানি ইউরো ২০২০-র ম্যাচ দেখা যাবে?
ফ্রান্স বনাম জার্মানি ইউরো ২০২০-র ম্যাচ দেখা যাবে সনি টেন টু/ সনি টেন টু এইচডি-তে।

 
অনলাইনে ফ্রান্স বনাম জার্মানি ইউরো ২০২০-র ম্যাচ কোথায় দেখা যাবে?

সনি লিভ ও জিও টিভি-তে (সনি টেন টু/ সনি টেন টু এইচডি) ফ্রান্স বনাম জার্মানি ইউরো ২০২০-র ম্যাচ দেখা যাবে 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.