লড়াই শেষ... বিরল রোগে প্রয়াত প্রাক্তন গোলরক্ষক Prasanta Dora

ক্রমেই তাঁর প্লেটলেট কমতে থাকে। জানা যায় বিরল এইচএলএইচ রোগে আক্রান্ত হয়েছেন তিনি।

Updated By: Jan 26, 2021, 04:30 PM IST
লড়াই শেষ... বিরল রোগে প্রয়াত প্রাক্তন গোলরক্ষক Prasanta Dora
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন :  গত একমাস ধরেই শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল। হেমোফাগোসিটিসি লিম্ফহিস্টিওসাইটোসিস  (HLH) বিরল রোগে ভুগছিলেন জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরা। প্রজাতন্ত্র দিবসের দিন লড়াই শেষ। প্রয়াত তিন প্রধানে খেলা প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরা। বয়স হয়েছিল ৪৪ বছর।

আড়াই মাস আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন প্রশান্ত ডোরা। তারপর থেকে ক্রমেই তাঁর প্লেটলেট কমতে থাকে। জানা যায় বিরল এইচএলএইচ রোগে আক্রান্ত হয়েছেন তিনি। রাজারহাটের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সেখানেই মঙ্গলবার মৃত্যু হয়।

আরও পড়ুন- Sydney-তে বর্ণবিদ্বেষের প্রতিবাদ করা ভারতীয় সমর্থকের সঙ্গে দেখা করতে চাইলেন Ashwin

ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান- কলকাতার তিন প্রধানেই খেলেছেন প্রশান্ত ডোরা। খেলেছেন টালিগঞ্জ অগ্রগামী এবং ক্যালকাটা পোর্ট ট্রাস্টেও। জেসিটি-তেও সুনামের সঙ্গে খেলেছেন এই গোলরক্ষক। ১৯৯৯ সাল থেকে ভারতীয় দলের হয়ে খেলেন প্রশান্ত ডোরা। সাফ কাপেও দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। বাংলার হয়ে সন্তোষ ট্রফিতেও খেলেছেন প্রশান্ত ডোরা।

আরও পড়ুন- 'Remove ATK', প্রতিবাদে পথে সবুজ-মেরুন সমর্থকরা

.