নতুন স্পনসরশিপ আনতে এবার ভারতের দ্বারস্থ ফিফা!

ওয়েব ডেস্ক: বুঝুন কাণ্ড! নতুন স্পনসরশিপ আনতে এবার ভারতের দ্বারস্থ ফিফা। চলতি মাসের তেরো তারিখ ভারতের তিরিশ থেকে চল্লিশটি বহুজাতিক কোম্পানির শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ফিফা কর্তারা। মনে করা হচ্ছে ভারত থেকে একটি মোটা অঙ্কের টাকার স্পনসরশিপ পেতেই দিল্লিতে এই বৈঠক হবে। ফিফা এবং কোম্পানি কর্তাদের পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকবেন এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেল এবং সচিব কুশল দাস।

Updated By: Jul 10, 2016, 08:52 PM IST
নতুন স্পনসরশিপ আনতে এবার ভারতের দ্বারস্থ ফিফা!

ওয়েব ডেস্ক:ওয়েব ডেস্ক: বুঝুন কাণ্ড! নতুন স্পনসরশিপ আনতে এবার ভারতের দ্বারস্থ ফিফা। চলতি মাসের তেরো তারিখ ভারতের তিরিশ থেকে চল্লিশটি বহুজাতিক কোম্পানির শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ফিফা কর্তারা। মনে করা হচ্ছে ভারত থেকে একটি মোটা অঙ্কের টাকার স্পনসরশিপ পেতেই দিল্লিতে এই বৈঠক হবে। ফিফা এবং কোম্পানি কর্তাদের পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকবেন এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেল এবং সচিব কুশল দাস।

আরও পড়ুন গাভাসকরের জন্মদিনে এই ৫ টা তথ্য না জানলে আপনার ক্রিকেটটাই জানা হবে না!

এই বৈঠকে দুহাজার আঠেরো সালের বিশ্বকাপ ট্রফিও সবার সামনে আনা হবে।সবদিক দিয়ে বিচার করলে বিষয়টা বেশ ভালোই। ফিফাও যদি এই দেশ থেকে আর্থিকভাবে স্বচ্ছল হয়, তাহলে আন্তর্জাতিক ফুটবলের মূলস্রোতে গা ভাসাতে সুবিধা হবে ভারতেরও।

আরও পড়ুন  সলমন এবং আমির খানকে সুশীল সমাজের গুরুত্বপূর্ণ প্রশ্ন

.