Benjamin Mendy Controversy: '১০ হাজার মহিলার সঙ্গে শুয়েছি!' ধর্ষণ মামলায় অভিযুক্ত এমবাপের সতীর্থের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

তাঁর বিরুদ্ধে আরও এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এবার এক তরুণী তাঁর নামে নালিশ করেছেন আদালতে। অভিযোগ, মেন্ডি ওই তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন। এবং সঙ্গমের পর তাঁকে বলেন, 'কোনও অসুবিধা নেই, আমি ১০ হাজার মহিলার সঙ্গে যৌন সংসর্গ করেছি!' 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 3, 2023, 04:00 PM IST
Benjamin Mendy Controversy: '১০ হাজার মহিলার সঙ্গে শুয়েছি!' ধর্ষণ মামলায় অভিযুক্ত এমবাপের সতীর্থের চাঞ্চল্যকর স্বীকারোক্তি
ধর্ষণ মামলায় অভিযুক্ত কিলিয়ান এমবাপে-র অভিযুক্ত! ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর বিরুদ্ধে ধর্ষণ (Rape Case) এবং জোর করে যৌন সম্পর্ক (Sexual Relation) করার চেষ্টার মতো মারাত্মক অভিযোগ রয়েছে। ধর্ষণের অভিযোগে ফেঁসে যাওয়ায় ফুটবলের সাজানো-গুছানো কেরিয়ার ছাড়তে হয়েছে তাঁকে। তবু যেন দমছেন না ফ্রান্সের (France) বিশ্বকাপ জয়ী বেঞ্জামিন মেন্ডি (Benjamin Mendy)। অভিযোগ, মহিলার সঙ্গে জোর করে সম্পর্ক স্থাপনের পর সগর্বে তিনি বলেছেন, 'আমি তো ১০ হাজার মহিলার সঙ্গে শুয়েছি!' 

এরইমধ্যে তাঁর বিরুদ্ধে আরও এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এবার এক তরুণী তাঁর নামে নালিশ করেছেন আদালতে। অভিযোগ, মেন্ডি ওই তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন। এবং সঙ্গমের পর তাঁকে বলেন, 'কোনও অসুবিধা নেই, আমি ১০ হাজার মহিলার সঙ্গে যৌন সংসর্গ করেছি!' ওই তরুণী আদালতে ফুটবলারের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তাতেই এই কথাটি উল্লেখ আছে। শোনা যাচ্ছে, বিচারপ্রক্রিয়ায় এই কথাটিই মেন্ডির বিপক্ষে যাচ্ছে।

আরও পড়ুন: The Ashes 2023: লর্ডসের লং রুম যখন রণক্ষেত্র! খোয়াজাকে 'প্রতারক' বলে কটাক্ষ, অজিদের কাছে ক্ষমা চেয়ে তিনজনকে নির্বাসিত করল এমসিসি

আরও পড়ুন: Pakistan: কাঠ কাটার যন্ত্র দিয়ে আত্মঘাতী বাবর আজমের দেশের তারকা খেলোয়াড়! পাকিস্তানে শোকের ছায়া

কয়েক বছর আগে পর্যন্ত একটা সময় বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় লেফট ব্যাক ছিলেন। ম্যাঞ্চেস্টার সিটি, মোনাকোর মতো ক্লাবে খেলেছেন। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন। এহেন বেঞ্জামিন মেন্ডির মতো ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আগেও উঠেছিল। মেন্ডির বিরুদ্ধে মোট ১৩ জন মহিলা ধর্ষণের অভিযোগ করেন! যার জেরে তাঁকে গ্রেফতার হতে হয়। সেই অভিযোগের বিচার এখনও চলছে। আর এমন প্রেক্ষাপটে চাঞ্চল্যকর স্বীকারোক্তি করলেন কিলিয়ান এমবাপে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.